Prem Juyari | প্রেম জুয়াড়ী | James Song | Bangla Sad Song

Описание к видео Prem Juyari | প্রেম জুয়াড়ী | James Song | Bangla Sad Song

আমি তোমার প্রেম জুয়াতে
হলাম জুয়াড়ি হলাম ফেরারি
তুমি তখন অন্য সুখে
হাত বাড়ালে নারী
ও ও দিন বদলের এই দুনিয়ায়
নদীর স্বভাবে নদী যায় বয়ে যায়
হাত বদলের সেই প্রেমের খেলায়
আমার স্বভাবে আমি চাই যে তোমায়
নাইরে নাইরে সাহেব নাইরে গোলাম
তোমার প্রেম জুয়াতে সব হারালাম
নাইরে নাইরে সাহেব নাইরে গোলাম
তোমার প্রেম জুয়াতে সব হারালাম

এখন আমার স্বপ্নগুলো বন্দী সারাদিন
ভালোবাসায় ঘুন ধরেছে মন যে বড় উদাসীন
ও ও দিন বদলের এই দুনিয়ায়
নদীর স্বভাবে নদী যায় বয়ে যায়
হাত বদলের সেই প্রেমের খেলায়
আমার স্বভাবে আমি চাই যে তোমায়
নাইরে নাইরে সাহেব নাইরে গোলাম
তোমার প্রেম জুয়াতে সব হারালাম
নাইরে নাইরে সাহেব নাইরে গোলাম
তোমার প্রেম জুয়াতে সব হারালাম
আমি তোমার প্রেম জুয়াতে
হলাম জুয়াড়ি হলাম ফেরারি
তুমি তখন অন্য সুখে
হাত বাড়ালে নারী
দিন বদলের এই দুনিয়ায়
নদীর স্বভাবে নদী যায় বয়ে যায়
হাত বদলের সেই প্রেমের খেলায়
আমার স্বভাবে আমি চাই যে তোমায়
নাইরে নাইরে সাহেব নাইরে গোলাম
তোমার প্রেম জুয়াতে সব হারালাম
নাইরে নাইরে সাহেব নাইরে গোলাম
তোমার প্রেম জুয়াতে সব হারালাম
নাইরে নাইরে
তোমার প্রেম জুয়াতে সব হারালাম
নাইরে নাইরে
তোমার প্রেম জুয়াতে সব হারালাম
=============================

Комментарии

Информация по комментариям в разработке