জেনে নিন বেকিং সোডার কিছু ব্যতিক্রমী ব্যবহার

Описание к видео জেনে নিন বেকিং সোডার কিছু ব্যতিক্রমী ব্যবহার

বেকিং সোডা বা যার ভালো নাম সোডিয়াম বাইকার্বোনেট আমাদের জীবনের অনেক মুশকিল আশান করে খুব সহজে। স্বাস্থ্য থেকে শুরু করে দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় প্রায় সব কাজেই এই বেকিং সোডা ব্যবহৃত হতে দেখা যায়।

মা-খালাদের ভাজা-পোড়া বা কেক বানানোর কাজে আসতে দেখেছেন বোধহয়। তবে বেকিং পাউডার বাজারে আসার পরে বেকিং সোডাকে সচরাচর ব্যবহার করা হয় না বললেই চলে।আসুন না আজ জেনে নিন বেকিং সোডা কি কি ভাবে ব্যবহার করা যেতে পারে।

১। আপনি যদি প্রতিনিয়ত বিভিন্ন ধরণের স্টাইলিং প্রোডাক্ট ব্যবহার করে থাকেন, তবে শ্যাম্পু করার সময়ে কয়েক চিমটি বেকিং সোডা শ্যাম্পুর সাথে মিলিয়ে চুলে লাগিয়ে ফেনা তুলুন। এরপরে সেটি ধুয়ে ফেলুন। চুলের গোড়ার ময়লা পুরোপুরি নির্মূল হয়ে যাবে।

২। এক গামলা কুসুম গরম পানিতে ৩ টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে সেটিতে পা ডুবিয়ে রাখলে ক্লান্তি দূর হয়ে যাবে।

৩। লিকুইড ডিটার্জেন্টের কার্যকারিতা বাড়াতে এর মধ্যে মিশিয়ে নিন আধা কাপ বেকিং সোডা। কাপড় বেশি ভালভাবে পরিষ্কার হবে।

৪। ফ্রিজের দূর্গন্ধ দূর করতে একটি পিরিচে করে কয়েক টেবিল চামচ বেকিং সোডা ঢেলে রেখে দিন।

৫। আলমারী অনেক দিন একটানা বন্ধ থাকার কারণে দূর্গন্ধ হলে একটি প্যাকেট বেকিং সোডা খুলে আলমারীর ভিতরে রেখে দিন।

৬। শাকসবজি পরিষ্কার করতে আধা লিটার পানিতে ৪ টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে সেটি দিয়ে ফলমূল বা শাকসবজি আধা ঘন্টা ভিজিয়ে রেখে ধুয়ে নিন।



=====++++====
জীবনের জন্য প্রয়োজনীয় ও তথ্যবহুল লেখা পড়তে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন:
https://www.sobjani.com/
.
আমাদের ফেইসবুক(facebook) পেজটি লাইক করে রাখলে নতুন নতুন সমস্ত প্রয়োজনীয় লেখার আপডেট পেয়ে যাবেন।
https://bit.ly/2TdFWyI
.
সবজানি.কম এর টুইটারে(twitter) কানেক্ট থাকতে পারেন।
https://bit.ly/2HhuESC
.

সবজানি.কম এর লিঙ্কডইনেও/(linkedin) কানেক্ট থাকতে পারেন।
https://bit.ly/2Takevi

সবাইকে অনেক ধন্যবাদ আমাদেরকে উৎসাহ দেবার জন্য। আপনাদের পরামর্শ ও ভালবাসার প্রত্যাশায়।
সবজানি.কম পরিবার।
====++++====

Комментарии

Информация по комментариям в разработке