Bhara Jamidar Bari/ভড়া জমিদার বাড়ি /মন্ডল জমিদার বাড়ি ইতিহাস/Bishnupur, Bankura/See The Country

Описание к видео Bhara Jamidar Bari/ভড়া জমিদার বাড়ি /মন্ডল জমিদার বাড়ি ইতিহাস/Bishnupur, Bankura/See The Country

#bhara
#bhara_jamidar_bari
#bharajamidarbari
#jamidarbari
#rajbari
#bishnupur
#bankura
#mondal_jamidarbari
#জমিদার_বাড়ি
#ভড়া
#বিষ্ণুপুর

🔹বিষুপুর থেকে ১৯ কিলোমিটার দূরে অবস্থিত ৩৫০ বছরের পুরানো ভড়ার মন্ডল জমিদার বাড়ি। ::::::যদিও প্রবহমান কালের স্রোতে হারিয়েছে জমিদারী,নেই জমিদার‌ও।তবে বিষ্ণুপুর ব্লকের ভড়া গ্রামের বড়মন্ডল পরিবারের দূর্গাপূজা হারায়নি তার জৌলুস,অতিহ্য ও আভিজাত্য। আনুমানিক ৩৫০ বছরের প্রাচীন এই দূর্গাপূজা আজ‌ও সমান জমজমাট। কথিত আছে আজ থেকে ৩০০-৩৫০ বছর পূর্বে বর্গী আক্রমনের সময় অধুনা কোতুলপুরের লাউগ্রাম থেকে বিষ্ণুপুরের মল্লরাজাদের নির্দেশে ভড়া গ্রামে আসেন লুইধর বাবুর পরিবার।তখন এই ভড়া গ্রাম ছিল ঘনজঙ্গলাকীর্ণ বর্ধমান মহারাজাদের অধীন একটি তালুক বা এলাকা।"ভড়" নামক এক জনজাতির বাস ছিল।তারা বেশীরভাগই পশুপাখি শিকার করে জীবন নির্বাহ করত।লুইধরের পৌত্র গোপাল মন্ডল একদা পেটের ব্যামোয় অস্থির অবস্থা। কিছুতেই সারে না সেই ব্যাথা।চাষের হালধরার পর্যন্ত ক্ষমতা নেই শরীরে। তখন গোপালবাবুর স্বপ্নাদীষ্ট হয়ে বিষ্ণুপুরের মা মৃন্ময়ী তাকে শক্তিপূজার বিধান দেন। তখন‌ও পাকাপাকিভাবে জমিদার হয়ে ওঠেননি গোপালবাবুর। মায়ের সপ্নাদেশে খড় ও তালপাতার ছাউনী দিয়ে তৈরি করা হল দূর্গামন্দির।পুকুরের পদ্মফুলের ভ্যাট ও চাষের গুড় দিয়ে তৈরি হল মায়ের প্রসাদ "ভ্যাটলাড়ু"।যা পরবর্তী অনেক দশক ধরেই মাকে নিবেদন করা হতো। শোনা যায় মাতৃআরাধনার ফলস্বরূপ গোপালবাবুর পেটের ব্যামোও সেরে যায়,ফুলে ফেঁপে ওঠে মন্ডল পরিবারের জমিদারী।এখন মায়ের মূলমন্দির আধুনিক ধাঁচে তৈরী হলেও নাটমন্দির নহবতখানা সহ দূর্গামেলাতেই খুঁজে পাওয়া যায় অতীতের হারিয়ে যাওয়া ইতিহাস। চলুন জমিদার বাড়ির সদস্যের মুখেই শুনে নিই কিছু কথা।

তথ্য:সত্যজিৎ রায় ( Accountant, Bhara College)

Комментарии

Информация по комментариям в разработке