TAKI DURGA VISHARJAN. টাকি দূর্গা বিসর্জন। ইছামতি নদীতে দূর্গা বিসর্জন। ভারত বাংলাদেশ সীমান্ত।

Описание к видео TAKI DURGA VISHARJAN. টাকি দূর্গা বিসর্জন। ইছামতি নদীতে দূর্গা বিসর্জন। ভারত বাংলাদেশ সীমান্ত।

টাকির ইছামতি নদীর তীরে প্রতি বছরের মত ২০২২ ও দূর্গা পূজার বিসর্জন অনুষ্ঠিত হয়েছে। টাকির ওপারে বাংলাদেশ। প্রতি বছর দুই বাংলার মিলন উৎসব এই দশমীর বিসর্জন। কিন্ত এবছর নিরাপত্তা ও কোভিডের কারোনে ওপার বাংলার প্রবেশ নিষেধ ছিল। ইছামতি নদীর তীরে অসংখ্য দর্শনার্থী সমাগম হয়েছিল। নৌকা করে সমস্ত স্থানীয় ক্লাবের প্রতিমা নদীতে প্রদক্ষিন করে।
দর্শনার্থীরাও নৌকা ভাড়া করে ঘরে। পশ্চিমবঙ্গের পুলিশ ও বি এস এফের নজরদারিতে সমস্ত অনুষ্ঠান সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে। টাকির রাজবাড়ির দূর্গা প্রতিমা প্রথমে বিসর্জন হয়েছে। এখানে আসতে হলে শিয়ালদহ - হাসনাবাদ লাইনের ট্রেনে ধরতে হবে।
#Priyabhraman (প্রিয় ভ্রমন)
#taki
#durgabisharjan
#bashirha taki
#durgapuja


Music credit by YouTube audio library creative commons.
songs - Artist Kollol Dasgupta

Комментарии

Информация по комментариям в разработке