রুকু থেকে উঠার পর দোয়া এবং দুই সিজদার মাঝের দোয়া। রাব্বানা লাকাল হামদ ও আল্লাহুমাগফিরলী ওয়ারহামনী

Описание к видео রুকু থেকে উঠার পর দোয়া এবং দুই সিজদার মাঝের দোয়া। রাব্বানা লাকাল হামদ ও আল্লাহুমাগফিরলী ওয়ারহামনী

রুকু থেকে উঠার পর দোয়া এবং দুই সিজদার মাঝের দোয়া। রাব্বানা লাকাল হামদ ও আল্লাহুমাগফিরলী ওয়ারহামনী


★ রুকু থেকে উঠার দোয়াঃ-

رَبَّنَا وَلَكَ الْحَمْدُ، حَمْداً كَثِيْراً طَيِّباً مُبارَكاً فِيْهِ

উচ্চারণঃ- রব্বানা ওয়া লাকাল হামদু, হামদান কাছীরান ত্বায়্যিবান মুবা-রাকান ফীহি

অর্থঃ- হে আমাদের রব্ব! আর আপনার জন্যই সমস্ত প্রশংসা; অঢেল, পবিত্র ও বরকত রয়েছে এমন প্রশংসা।

বুখারী, (ফাতহুল বারীসহ) ২/২৮৪, নং ৭৯৬।
-------------------------------------------


★ দুই সিজদার মধ্যবর্তী বৈঠকের দোয়া।

اللّٰهُمَّ اغْفِرْ لِي، وَارْحَمْنِي، وَاهْدِنِي، وَاجْبُرْنِي، وَعَافِنِي، وَارْزُقْنِي، وَارْفَعْنِيْ

উচ্চারণঃ- আল্লা-হুম্মাগফির লী, ওয়ারহামনী, ওয়াহদিনী, ওয়াজবুরনী, ওয়া‘আফিনী, ওয়ারযুক্বনী, ওয়ারফা‘নী।

অর্থঃ- হে আল্লাহ! আপনি আমাকে ক্ষমা করুন, আমার প্রতি দয়া করুন, আমাকে সঠিক পথে পরিচালিত করুন, আমার সমস্ত ক্ষয়ক্ষতি পূরণ করে দিন, আমাকে নিরাপত্তা দান করুন, আমাকে রিযিক দান করুন এবং আমার মর্যাদা বৃদ্ধি করুন।

হাদীসটি নাসাঈ ব্যতীত সুনান গ্রন্থগারগণ সবাই সংকলন করেছেন। আবূ দাউদ, ১/২৩১, নং ৮৫০; তিরমিযী, নং ২৮৪, ২৮৫; ইবন মাজাহ, নং ৮৯৮। আরও দেখুন, সহীহুত তিরমিযী, ১/৯০; সহীহ ইবন মাজাহ ১/১৪৮।

Комментарии

Информация по комментариям в разработке