ফাগুন এলেই আসাদ চৌধুরী, সাফওয়ানা সুবাহা Safwana's Learning Club

Описание к видео ফাগুন এলেই আসাদ চৌধুরী, সাফওয়ানা সুবাহা Safwana's Learning Club

ফাগুন এলেই আসাদ চৌধুরী, সাফওয়ানা সুবাহা safwana's learning club
ফাগুন মানেই ভাষার মাস,ফাগুন মানেই কোকিলের ডাক, ফাগুন মানেই রঙবেরঙের চারপাশ। এই ফাগুনই স্মরণ করিয়ে দেয় ৮ ই ফাল্গুন অর্থাৎ ২১ শে ফেব্রুয়ারিকে। আমাদের বাংলা ভাষাকে পাবার আকুলতাকে এবং সেই আত্মত্যাগকে। "ফাগুন এলেই" -কবিতাটি সেই গল্পটিই বলেছে। কণ্ঠেঃ সাফওয়ানা সুবাহা কবিতাঃ ফাগুন এলেই কবিঃ আসাদ চৌধুরী ফাগুন এলেই -আসাদ চৌধুরী ফাগুন এলেই একটি পাখি ডাকে থেকে থেকেই ডাকে তাকে তোমরা কোকিল বলবে? বলো। আমি যে তার নাম রেখেছি আশা নাম দিয়েছি ভাষা, কতো নামেই ‘তাকে’ ডাকি মেটে না পিপাসা। ফাগুন আনে ফুলের তোড়া কখন প্রতিবাদ, ফাগুন যেন পাগলা ঘোড়া মানতে চায় না বাঁধ। ফাগুন এলেই অলি এসে জোটে কলিরা পায় লোটে, তাকে তোমরা শহীদ মিনার বলো ! আমি যে তার নাম রেখেছি ফেরা নিজের ঘরে ফেরা, ঘর থেকে যে পথে ওড়ে তেমন বিহঙ্গেরা। ফাগুন যেন ফুফুর আরশি দেখি নিজের মুখ, ফাগুন শেখায় ‘শুধরে লও হে জীবনের ভুল-চুক।’ ফাগুন এলেই একটি পাখি শাখে থেকে থেকেই ডাকে। কোকিল বলবে তাকে? বলো। ফাগুন এলেই অলি এসে জোটে কলিরা পায় লোটে বলবে তাকে শহীদ মিনার? বলো।

*এই ভিডিওতে আমি আসাদ চৌধুরীর-“ফাগুন এলেই” কবিতাটি আবৃত্তি করেছি । দয়া করে শেষ পর্যন্ত শুনুন , লাইক করুন , কমেন্ট করুন ও শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন । আর এই চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেল টি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ।

Комментарии

Информация по комментариям в разработке