শেখ হাসিনাকে চীনের হুমকি: পরিণাম কী? Saqeeb's Opinion ।

Описание к видео শেখ হাসিনাকে চীনের হুমকি: পরিণাম কী? Saqeeb's Opinion ।

তিস্তা নিয়ে চীন-ভারতের দ্বৈরথের সাথে যুক্ত হয়েছে মংলা বন্দরে উভয় দেশের কর্তৃত্ব প্রতিষ্ঠার চ্যালেঞ্জ। এর মধ্যেই ভারতের পর চীন সফরে গিয়েছিলেন শেখ হাসিনা। ক্ষমতায় টিকে থাকতে একদিকে ভারতের সমর্থন দরকার হাসিনার। অন্যদিকে ক্ষমতা ধরে রাখতে অর্থনৈতিক বিপর্যয় সামাল দিতে হবে। সেক্ষেত্রে চীনের কাছ থেকে ঋণ পাওয়া জরুরি ছিল। কিন্তু চীনের কাছ থেকে সেটা আদায় করতে ব্যর্থ হয়েছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের চাওয়া ৫০ বিলিয়ন ইউয়ানের জায়গায় মাত্র ১ বিলিয়ন ইউয়ান ঋণ দেয়ার ঘোষণা দিয়েছে চীন। এই ঋণের বিষয়টিও যৌথ ঘোষণায় উল্লেখ করা হয়নি। বরং চীন এখন থেকে বিএনপি সহ বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে সম্পর্ক স্থাপন করবে, এই বিষয়টি যৌথ ঘোষণায় উল্লেখ করেছে।

#প্রধানমন্ত্রী #চীনসফর #বিএনপি

#banglanews #saqeebsopinion #শেখহাসিনা #নরেন্দ্রমোদী #শিজিনপিং #বাংলাদেশ #প্রধানমন্ত্রী #তিস্তা #ডলার #রিজার্ভ #আমেরিকা #যুক্তরাষ্ট্র #রাষ্ট্রদূত #আইএমএফ #পররাষ্ট্রমন্ত্রী #কোটা #আন্দোলন #ভারত #ইউয়ান #আওয়ামীলীগ

Комментарии

Информация по комментариям в разработке