এবার লাইভে দুঃখ প্রকাশ করে বললেন সব ৯০ বছর বয়সে বিয়ে করে আলোচনায় কুমিল্লার প্রবীন আইনজীবী,Cumilla

Описание к видео এবার লাইভে দুঃখ প্রকাশ করে বললেন সব ৯০ বছর বয়সে বিয়ে করে আলোচনায় কুমিল্লার প্রবীন আইনজীবী,Cumilla

কুমিল্লা আইনজীবী ৯০ বছর বয়সে বিয়ে করলেন। আইনজীবী বিয়ে কুমিল্লা।
#আইনজীবী_কুমিল্লা_বিয়ে
#বিয়ে_৯০_বছরে_কুমিল্লা_আইনজীবী
#কুমিল্লা_আইনজীবী
90 বছর বয়স্ক কুমিল্লার আইনজীবী আইনজীবী বিয়ে করলেন অল্প বয়সী মেয়েকে মহিলাকে কুমিল্লা আইনজীবী

৯০ বছর বয়সে বিয়ের পিঁড়িতে কুমিল্লার আইনজীবী, ছবি ভাইরাল


কুমিল্লা


নববধূর সঙ্গে কুমিল্লার প্রবীণ আইনজীবী মোহাম্মদ ইসমাইলছবি: সংগৃহীত

৯০ বছর বয়সে বিয়ে করেছেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির পাঁচবারের সাবেক সভাপতি মোহাম্মদ ইসমাইল।




আজ সোমবার বর-কনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। নগরজুড়ে তাঁর বিয়ে নিয়ে চলছে আলোচনা। নেটিজেনরা নবদম্পতিকে শুভকামনা জানিয়েছেন। অনেকে তাঁকে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল রোববার তিনি বিয়ে করেন মিনোয়ারা বেগম (৪৫) নামের এক নারীকে। কনের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। থাকেন কুমিল্লা নগরেই।



কুমিল্লা আইনজীবী সমিতির প্রবীণ সদস্য মোহাম্মদ ইসমাইল ১৯৪৭ সালে ম্যাট্রিক পাস করেন। ১৯৪৯ সালে ইন্টারমিডিয়েট ও পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে পড়াশোনা করেন। তিনি ফজলুল হক হলের ছাত্র ছিলেন।

মোহাম্মদ ইসমাইল প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়জীবনে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান তাঁর সহপাঠী ও হলের রুমমেট ছিলেন। ১৯৭০ সালের ২ সেপ্টেম্বর কুমিল্লার আদালতে আইন পেশায় যোগদান করেন। এরই মধ্যে পাঁচবার সভাপতি নির্বাচিত হন।




সাত বছর আগে তাঁর স্ত্রী গত হয়েছেন। তাঁর পাঁচ ছেলে ও এক মেয়ে রয়েছেন। এখন জীবনে একজন সঙ্গী দরকার, তাই তিনি মিনোয়ারা বেগমকে বেছে নিয়েছেন।



মোহাম্মদ ইসমাইল বলেন, ‘আমি সক্ষম মানুষ। এখনো কোর্টে যাই। বয়স আমার জন্য কোনো বাধা নয়। ইচ্ছাশক্তি ও সঙ্গীর জন্যই বিয়ে করি। আমাদের জন্য দোয়া করবেন। কুমিল্লাবাসীর কাছে দোয়া চাই।’



হালকা–পাতলা গড়নের মোহাম্মদ ইসমাইলের মাথার পুরো চুল সাদা।

৯০ বছর বয়সে বিয়ে করলেন কুমিল্লার প্রবীণ আইনজীবী।


ফর্সা রং। সব সময় কোর্ট-টাই পরে চলেন। বিয়ের পর ব্যক্তিগত গাড়িতে করে আদালত এলাকার বাসায় যান মোহাম্মদ ইসমাইল। এ সময় বধূবেশে পাশে ছিলেন মিনোয়ারা বেগম। দুজনের গাড়িতে বসে থাকার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে নানা মন্তব্য যুক্ত করে পোস্ট শেয়ার করেন নেটিজেনরা। অনেকে অভিনন্দন জানান।

জেলা থেকে আরও পড়ুন
#আইনজীবী
#বিয়ে
#চট্টগ্রাম বিভাগ
#কুমিল্লা

Комментарии

Информация по комментариям в разработке