ICD Special QA Halaqa - Dr. Saifullah (Jan 28, 2022)

Описание к видео ICD Special QA Halaqa - Dr. Saifullah (Jan 28, 2022)

2:54 ইসলামি ব্যাংকে চাকুরি করার বিধান কি? ইসলামি ব্যাংক থেকে লোন বা ইনভ্যাস্টমেন্টের মাধ্যমে বাড়ি বা ফ্ল্যাট কেনার বিধান কি?
10:32 সুদি ব্যাংকে চাকুরিরত অবস্থায় সেই ব্যাংকের আর্থিক সুবিধাদির মাধ্যমে ফ্ল্যাট কেনা হয়েছিল। বর্তমানে তওবা করে সেই চাকুরি থেকে অব্যাহতি নেয়া হয়েছে। এখন সেই ফ্ল্যাট ভোগ করা যায়েয হবে কি?
14:19 ইসলামি ব্যাংকে DPS/ফিক্সড ডিপজিট করে মুনাফা ভোগ করা যাবে কি? সাধারন যে ব্যাংক গুলোতে ইসলামী ব্যাংক সুবিধা আছে সেখানে DPS/ফিক্সড ডিপজিট একাউন্ট খোলা যাবে?
19:02 নির্দিষ্ট তারিখের মধ্যে ক্রেডিট কার্ডের বিল পরিশোধ না করলে ইসলামী ব্যাংক একটা চার্জ নিয়ে থাকে। এই ক্ষেত্রে এই ধরনের ক্রেডিট কার্ড ব্যাবহার কি বৈধ?
26:56 যে মুসলিম দেশের শাসন ব্যাবস্থা ইসলামী শরিয়া ভিত্তিক নয় এই ধরনের দেশে সরকারি চাকুরির বিধান কি? চাকুরি ক্ষেত্রে যদি ইসলাম বিরোধী কোন কাজ করতে হয় বা সহজগিতা করতে হয় সে ক্ষেত্রে এই চাকুরি করা কি বৈধ হবে?
31:48 সুদের সাথে সরাসরি জড়িত না হলেও একটি সুদি প্রতিষ্ঠানে চাকুরি করার বিধান কি? যেখানে সুদ সংক্রান্ত বিভিন্ন হিসাবে সাইন করতে হয়।
34:01 ইউরোপের একটি দেশে থাকা অবস্থায় এক অমুসলিম দোকান থেকে মাসিক কিস্তিতে কিছু পন্য ক্রয় করেছিলাম। কয়েকটি কিস্তি দেয়ার পর সেই দেশ থেকে অন্য দেশে চলে যাই। ফলে সেই কিস্তির কিছু অংশ এখনও পরিশোধ হয়নি। এখন ওই দেশে গিয়ে পরিশোধ করার মত সুযোগ নেই। এখন কিভাবে আমি এই ঋণ পরিশোধ করতে পারি?
35:30 যদি পিতা মাতা কাফের হয় এবং তাদের টাকা সুদ মিশ্রিত হয় তাহলে তাদের কাছ থেকে ব্যাবসার জন্য টাকা লোন নেয়া জাবে কি?
36:59 আমি সরকারি চাকুরি করি। অফিশিয়াল কারনে ভিজিটররা বাংলাদেশে আসে। অনেক সময় প্রথম মিটিং হিসেবে কিছু শুভেচ্ছা উপহার প্রদান করতে চায়। এই উপহার কই ঘুষ হিসেবে বিবেচিত হবে?
38:46 বিভিন্ন ক্ষেত্রে সরকারি ভাবে যে প্রণোদনা দেয়া হয় সেটা নেয়া কি বৈধ?
39:50 পূর্বের করা কোনো মান্নত রাখার ব্যাপারে যদি অপারগ হয়ে পড়ি তাহলে করণীয় কি?
42:26 ইসলামী পরিভাষায় অপচয় এর সংজ্ঞা কি? দামী জিনিস ব্যাবহারের বিধান কি? মসজিদ নির্মানে দামি জিনিস ব্যাবহার ও এসি লাগানো কি অপচয়ের অন্তর্ভুক্ত?
51:20 আমরা এক ভাই ও তিন বোন। আমার মা তার সম্পত্তির দশ শতাংশ করে আমাদের দান করেন। বর্তমানে তিনি জিবিত আছেন। দানের সময় জমির মূল্য একই থাকলেও বর্তমানে এর মূল্যমানে পার্থক্য দেখা যায়। এই দান কি সহীহ হল? না হলে করণীয় কি?
52:08 আতরের ব্যাবসার ক্ষেত্রে পাইকারি দরে আতর ক্রয় করার সাথে অল্প পরিমান টেষ্টার আতর ফ্রি দেয়। এখন খুচরা বিক্রেতা হিসেবে আমি কি সেইসব টেষ্টার আতর বিক্রি করতে পারবো?
53:03 প্রভিডেন্ড ফান্ড থেকে অতিরিক্ত যে টাকা আসে তা গ্রহণের ব্যাপারে হুকুম কি? প্রভিডেন্ট ফান্ড থেকে লোণ নিলে তা সুদ সহ ফেরত দিতে হয়। এই লোণের নেয়া কি বৈধ হবে?
56:35 পিল, জন্ম নিরোধক সামগ্রী ও ওষুধের সেম্পল বিক্রি করা কি জায়েজ? এই ধরনের দোকানে কর্মচারি হিসাবে চাকুরি করা কি বৈধ হবে?
59:51 আমার প্রতিষ্ঠান আমাকে গাড়ির জন্য কিছু টাকা অ্যালাউন্স বা ভাতা দেয়। ট্যাক্স এর সুবিধার জন্য প্রতিষ্ঠান টাকাটা অ্যালাউন্স হিসেবে না দিয়ে খরচের রিসিট এর বিনিময়ে দেয়। এতে ওই ভাতার উপরে ট্যাক্স আসেনা অথবা খুবই অল্প আসে। আমি আমার গাড়ির প্রকৃত দাম বিভিন্ন মাসে ভাগ করে করে রিসিপ্ট দেখিয়ে অ্যালাউন্স হিসেবে নিয়ে আসছিলাম। আমার হিসাব মত কিছু দিনের ভিতরে গাড়ির দাম পুরোপুরি অ্যালাউন্স বা ভাতা হিসেবে পেয়ে যাব। এরপরেও যদি আমি ওই কাগজের বিপরীতে অ্যালাউন্স বা ভাতা নিতে থাকি, তাহলে কি গুনাহগার হব? নাকি এ প্রক্রিয়াটা যে ট্যাক্স এর সুবিধার জন্য দেওয়া হয়, তার কারণে এখানে শারিয়াহ অনুমতি দিবে?
01:02:07 আমার বাবা অসুস্থ। আমি তার মেয়ে হিসেবে আর্থিকভাবে সাহায্য করতে চাই। যদিও তার সামর্থ্য আছে, তবুও নিজের দায়িত্ববোধ থেকে ইচ্ছা করে। আমার স্বামী মাসিক একটা অঙ্ক আমার ব্যাংক অ্যাকাউন্টে দেন। আমি কি সেখান থেকে আমার বাবা কে দিতে পারি?

Комментарии

Информация по комментариям в разработке