মান্দারবাড়ীয়া সাতক্ষীরা জেলায় অবস্থিত বঙ্গোপসাগরের তীরভূমি জুড়ে ৮ কিলোমিটার লম্বা এক নয়নাভিরাম বালুকাময় সমুদ্র সৈকত। এখানে একই সাথে বন এবং সমুদ্র সৈকতের সৌন্দর্য্য উপভোগ করা যায়।
কিভাবে_যাবেনঃ
সাতক্ষীরার বাস ধরে সাতক্ষীরা/শ্যামনগর যেতে হবে। ঢাকা থেকে সাতক্ষীরার দূরত্ব ৩৪৩ কিলোমিটার। সাতক্ষীরা সদর থেকে বুড়িগোয়ালীনি ৭০/৭৫ কিলোমিটার। সহজে মান্দারবাড়িয়া সমুদ্র সৈকতে যাওয়া যাবে বুড়িগোয়ালিনীর নীলডুমুরস্থ নৌঘাট থেকে। ইঞ্জিন চালিত নৌকা, স্টিমার বোটে করে শীত মৌসুমে (অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত) সময়ে মান্দারবাড়িয়া সমুদ্র সৈকতে যাওয়া যাবে। স্টিমার বা ইঞ্জিন চালিত নৌকা করে পৌঁছাতে সময় লাগবে ৬/৭ ঘণ্টা। স্পিড বোট যোগে বুড়িগোয়ালিনীর নীলডুমুর থেকে মান্দারবাড়িয়া পৌঁছাতে সময় লাগবে দুই থেকে আড়াই ঘণ্টা।
নন_এসি_বাসঃ
সোহাগ পরিবহন - ৫৫০ টাঁকা
সাতক্ষীরা এক্সপ্রেস - ৫০০ টাকা
এস পি গোল্ডেন লাইন - ৫০০ টাকা
হানিফ এন্টারপ্রাইজ - ৫০০ টাকা
শুভ বসুন্ধরা পরিবহন - ৫০০ টাকা
এ কে ট্রাভেলস - ৫০০ টাকা
আর এম ট্রাভেলস - ৫০০ টাকা
কিং ফিশার ট্রাভেলস - ৫০০ টাকা
কে লাইন - ৫০০ টাকা
ঈগল পরিবহন - ৫০০ টাকা
মামুন এন্টারপ্রাইজ- ৫০০ টাকা
সৌদিয়া পরিবহন - ৫০০ টাকা
এসি_বাস_সার্ভিসঃ
এস পি গোল্ডেন লাইন - ১২০০ টাঁকা
এ কে ট্রাভেলস - ১২০০ টাকা
ঈগল পরিবহণ - ১২০০ টাকা
কি_দেখবেনঃ
সাতক্ষীরার বুড়িগোয়ালিনীর নীলডুমুর নৌঘাট থেকে মান্দারবাড়িয়া সমুদ্র সৈকতের দূরত্ব আনুমানিক ৭৫ কিলোমিটার। এই ৭৫/৮০ কিলোমিটার পথের পুরাটাই সুন্দরবনের বুক চিরে যাওয়া বিভিন্ন নদীর মাঝ দিয়ে যেতে হবে এবং নদীর জলরাশির গর্জন নেশা ধরিয়ে দেবার জন্যে যথেষ্ট।
নীলডুমুর ঘাট থেকে যাত্রা শুরু করে খোলপেটুয়া - কপোতাক্ষ নদের সঙ্গমস্থলের পাশ কাটিয়ে কলাগাছিয়া, আড়পাঙ্গাশিয়া, মালঞ্চ নদী হয়ে পৌঁছতে হবে মান্দারবাড়িয়ায়। এই যাত্রাপথ পাওয়া যাবে আরো বিশাল নদী যার উভয় পাশেই দেখা যাবে চিরহরিৎ সুন্দরবন। সবুজের রাজ্য আপনার চোখ জুড়িয়ে দিবে। সুন্দরী, কেওড়া, বাইন, পশুর, গরান, গোলপাতা, সিংড়া, হেতাল, খলসী, গেওয়া গাছের সম্মিলনে এখানে ঘটেছে সবুজের মিলনমেলা। ম্যানগ্রোভ ফরেষ্টের শ্বাসমূল আর সেখানে হরিণসহ নানা প্রাণীর ছুটে চলা আপনাকে বিমোহিত করে রাখবে। নয়ন ভরে দেখার মত সে দৃশ্য। পানকৌড়ি আর বালিহাসের উড়ে যাওয়া দেখতে দেখতে পৌছে যাবেন মান্দারবাড়িয়া সমুদ্র সৈকতে।
প্রায় ৮ কিলোমিটার লম্বা মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত ছবির মত সুন্দর, অসম্ভব ভালোলাগার আচ্ছন্নতায় মুগ্ধ করে দিবে। কক্সবাজার, টেকনাফ, উখিয়া, ইনানী, সেন্টমার্টিন সহ বঙ্গপোসাগরের যেকোন সৈকত থেকে মান্দারবাড়িয়া দিবে ভিন্ন স্বাদ দেখেছেন। সুন্দরবন এখানে সমুদ্রের সাথে মিশে গড়ে তুলেছে এক অনন্য বৈচিত্র্যময় সৌন্দর্য্য লীলাভূমি এবং এই কারনেই মান্দারবাড়িয়া অন্য সৈকতগুলো থেকে একেবারেই আলাদা, অপূর্ব সৌন্দর্য ঘেরা এক জায়গা। পিছনে বাঘের ভয় আর সামনে অসম্ভব ভালোলাগার হাতছানি দেয়া সমুদ্র, বিস্তীর্ণ সৈকত, সবুজ রহস্যে ঘেরা বন। পর্যটকেরা এখানে নির্জন সৈকতে নিজেকে নষ্টালজিয়ার জালে জড়িয়ে খুঁজে পাবেন ভিন্ন এক অনুভূতি। সৈকতের বুকে হরিণ আর বাঘের পায়ের ছাপ সে সম্মোহনকে আরও বাড়িয়ে দেবে কয়েকগুন।
কোথায়_থাকবেনঃ
থাকার জন্যে সাতক্ষীরা অথবা শ্যামনগরের কোন আবাসিক হোটেল বেছে নিতে পারেন।
আবাসিক_হোটেল_শ্যামনগরঃ
১। টাইগার পয়েন্ট গেষ্ট হাউজ, মন্সিগঞ্জ
সুশীলন রেষ্ট হাউজ
০১৯১২৮৪৮৮৪০,
০১৭২০৫১০১৯৯
২। বরসা রিসোর্ট
এ, কে, এম, আনিছুর রহমান
০১৭১৫২৫১৯৬৩
৩। গোপালপুর পিকনিক কর্নার
জনাব শেখ মোকসেদ আলী
০১৭৫৪৬৫০৯৩২
৪।সুন্দরবন হোটেল
জনাব ডাঃ শাহাজান
০১৭১০১২৬৬২৪
৫।হোটেল সৌদিয়া
জনাব শহিদুল ইসলাম
০১৭১১৪৫০০৩০
৬। হোটেল জিকে আই
মোঃ আবু মুছা সরদার
০১৯১৬৬৬৯৮২১
৭। হোটেল সি ল্যাণ্ড আবাসিক
মোঃ খায়রুজ্জামান
০১৭১১৪৪৬০৫১, ০৪৭২৬-৪৪০০২
আবাসিক_হোটেল_সাতক্ষীরাঃ
হোটেল সীমান্ত
মোঃ মুজিবর রহমান
০১৮১৬২৭৫৭৬২
হোটেল সম্রাট প্লাজা
মোঃ বশির আহমেদ
০১৭৬৮৯৬৪৯৭১
সংগ্রাম আবাসিক হোটেল
মোঃ বশির আহমেদ
০১৭১২৯২৯৪৯৫, ০৪৭১-৬৩৫৫১
হোটেল মোজাফফার গার্ডেন এণ্ড রিসোর্ট
কে এম খায়রুল মোজাফফার (মন্টু)
০১৭১৯৭৬৯০০৯
হোটেল হাসান
মোঃ আব্দুল বারি
০১৭৪০৬৫০৫০২
হোটেল আল-কাশেম ইন্টারন্যাশনাল
মোঃ তাহমিদ সাহেদ চয়ন
০৪৭১-৬৪৪২২, ০১১৯০৯৪৯৮০২
পাতাল হোটেল
জি,এম আব্দুর রহমান
০১৮২৩৬৪৭৪৬২
সাতক্ষীরা আবাসিক হোটেল
মোঃ আব্দুল গফুর গাজী
০১৭১৮৪০৫০১৩
হোটেল টাইগার প্লাস
মীর তাজুল ইসলাম
০১৭৭৪৯৯৯০০০,০৪৭১-৬৪৭৮৪
পদ্মা আবাসিক হোটেল
মোঃ বেল্লাল হোসেন
০১৯১৬১১৯৩৭৪
এছাড়া রয়েছে জেলা পরিষদের ডাকবাংলো
জেলা পরিষদ ডাকবাংলো শ্যামনগর বাসষ্ট্যান্ড বাজার, শ্যামনগর, সাতক্ষীরা।
জেলা পরিষদ ডাকবাংলো বুড়িগোয়ালিনী (নীলডুমুর), শ্যামনগর, সাতক্ষীরা।
ফুটেজ: বাংলার আওয়াজ।
#মান্দারবাড়িয়া #সাতক্ষিরা #sajektravelgroup
Информация по комментариям в разработке