ছোট্ট ছাদ বাগান কিভাবে গ্রিলের স্ট্যান্ড সাজালে বেশি গাছ ধরবে দেখে নিতে পারেন/Small roof garden /

Описание к видео ছোট্ট ছাদ বাগান কিভাবে গ্রিলের স্ট্যান্ড সাজালে বেশি গাছ ধরবে দেখে নিতে পারেন/Small roof garden /

#green_friends #new_rooftop_garden_overview

খুব ছোট্ট একটি ছাদ বাগান আমার সেই ছাদ বাগানে একটু একটু করে অনেক গাছ হয়ে গেছে ভালোভাবে পরিচর্যা করার সুযোগ হয়না বড় বড় হয়ে গেছে অনেক গাছ সেই গাছ গুলোকে যতই আমি কাটিং করে রাখি না কেন বড় জায়গা দিতেই হবে এরকম একটা অবস্থায় চলে এসেছে।
একবার এর আগে আমি অন্যরকমভাবে স্ট্যান্ড করেছিলাম কিন্তু সেটা ভাল দেখাচ্ছেনা গাছ বড় বড় হয়ে গেলে রাখার খুবই অসুবিধা হচ্ছে তাই নতুন ভাবে সাজালাম আপনারা যারা এখনো পর্যন্ত এই ভাবে ছাদ করেন নি অবশ্যই তারা আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে করতেই পারেন তাতে আরো ভালো লাগবে।
এইটুকু করতে কি খরচা হয়েছে সেটাও আপনাদের যেমন জানাবো ঠিক এটাও জানাবো যে ছোট্ট জায়গাতেও সুন্দর করে নিজের মতন করে বাগান করা যায় আর সেই বাগানে বিভিন্ন ধরনের কাজ করা যায় সেটা ছোট গাছ হতে পারে কিংবা বড় কোন অসুবিধা হবেনা বাগান করার জন্য যে কথাটা আমি সবসময় বলে আসি বাগান করতে যদি কোনো অসুবিধা হয় তার জন্য আপনাদের প্রিয় চ্যানেল আছে সবকিছু আপনাদের সামনে তুলে ধরবে হ্যাঁ অবশ্যই বাগান করার জন্য।

কিছুনা রোজ দুপুর একটায় নতুন ভিডিও আছে আপনাদের জন্য একটু ফলো করলে সবাইকে বা আমরা সবাই মিলে এরকম সুন্দর বাগান সবাই করতেই পারি চলুন ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন

Комментарии

Информация по комментариям в разработке