আটি মডেল টাউন (সুজন হাউজিং) আটি বাজার কেরানীগঞ্জ ঢাকা Ati Model Town (Sujon Housing)keranigonj Dhaka

Описание к видео আটি মডেল টাউন (সুজন হাউজিং) আটি বাজার কেরানীগঞ্জ ঢাকা Ati Model Town (Sujon Housing)keranigonj Dhaka

আটি মডেল টাউন (সুজন হাউজিং) আটি বাজার, কেরানীগঞ্জ, ঢাকা। এটির অবস্থান ঢাকার অদূরে মোহাম্মদপুর বেড়িবাঁধ থেকে মাত্র 15 মিনিটের দূরত্বে। মোহাম্মদপুর বেড়িবাঁধ থেকে বসিলা ব্রিজ পার হয়ে ঘাটার চরের দক্ষিণ পাশেই অবস্থিত। কেরানীগঞ্জের মধ্যে সবচয়ে সুন্দর হাউজিং, খোলামেলা আবহাওয়া, মনমুগ্ধকর পরিবেশ, সময় উপযোগী, বসবাসযোগ্য। এখানে স্কুল, মার্কেট, মসজিদ, হসপিটাল, রাস্তা ঘাট সব কিছুই পরিকল্পিত। এটি ঢাকার অদূরে হওয়ায় আসা যাওয়া সুবিধা। সবাইকে দেখার আমন্ত্রণ রইলো। পরবর্তী সুন্দর ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে ও লাইক দিয়ে পাশে থাকবেন। আর এই হাউজিং সম্পর্কে কোন তথ্য জানতে চাইলে অবশ্যই আমি জানাতে চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।
আটি মডেল টাউন সোসাইটি, কেরানীগঞ্জ
•প্রকল্পের অবস্থানঃ
মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে আটি বাজারের অবস্থান। বসিলা ব্রীজ পার হয়ে আসতে হয়।
• প্রকল্পের কাছে ঢাকার বাস প্রজাপতি,প্রতিস্থাপন, রজনী গন্ধা সহ লেগুনা ও সিএনজি এর স্ট্যান্ড অবস্থিত।
আটি বাজারে বাংলাদেশের স্বনামধন্য ২০টি ব্যাংকের শাখা ও এটিএম বুথ রয়েছে।
এছাড়াও প্রকল্পের কাছে রয়েছে হাসপাতাল স্কুল,কলেজ, শিশু পার্ক সহ নানা রকম সুযোগ সুবিধা।
আঁটি বাজার প্রসিদ্ধ বাজার হওয়ায় অত্র এলাকা খুব জমজমাট।
@ প্রকল্পের কাছে প্রতিষ্ঠিত হয়েছে আকিজ ফাউন্ডেশন এর সুবিশাল ক্যাম্পাসের ইংরেজি ভার্সন ও মিডিয়াম স্কুল এবং আধুনিক মানের মাদ্রাসা।
@ এছাড়াও প্রকল্পের খুব নিকটে একাডেমিয়া ইংরেজি মাধ্যমের স্কুল সহ আরো বেশ কিছু স্কুল নির্মিত হবে।
@ প্রকল্পের খুব কাছে শেখ রাসেল শিশু পার্ক নির্মাণ হবে ইতিমধ্যে সরকার প্রকল্প পরিচালক নিয়োগ দিয়েছেন।
@ এছাড়াও প্রকল্প থেকে খুব অল্প সময়ে মোহাম্মদপুর ধানমন্ডিতে যাতায়াত করতে পারবেন। মূলত এখানে বসবাসরত সবাই মোহাম্মদপুর ধানমন্ডি কেন্দ্রীক।
@আটি বাজার থেকে সিএনজি তে মাত্র ১৫ টাকা ভাড়া দিয়ে আপনি চলে যেতে পারবেন মোহাম্মদপুর।
@মোহাম্মদপুর থেকে প্রকল্পের দূরত্ব ৩কিলোমিটার।
• প্রকল্প এলাকায় ব্যাংক, স্কুল, কলেজ, খেলার মাঠ, শপিংমল, বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল অবস্থিত
• পরিকল্পিত নগরী,বহুমুখী প্রবেশ পথ।
বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ
মোঃ ওবাইদুল্লাহ
মোবাইলঃ 01779292233

Комментарии

Информация по комментариям в разработке