বাংলা প্রবন্ধ, আম্ফানের অভিজ্ঞতা, মাধ‍্যমিক ও উচ্চমাধ‍্যমিক ছাত্রছাত্রীদের জন‍্য, আমার বাংলা

Описание к видео বাংলা প্রবন্ধ, আম্ফানের অভিজ্ঞতা, মাধ‍্যমিক ও উচ্চমাধ‍্যমিক ছাত্রছাত্রীদের জন‍্য, আমার বাংলা

মাধ‍্যমিক ও উচ্চমাধ‍্যমিক ছাত্রছাত্রীদের জন‍্য আমার বাংলায় থাকছে বাংলা প্রবন্ধ আম্ফানের দূর্যোগপূর্ণ দিনের অভিজ্ঞতা।

আম্ফানের দূর্যোগপূর্ণ দিনের অভিজ্ঞতা

◆ ভূমিকা ~ ঋতুরঙ্গময়ী আমাদের বঙ্গভূমি, তার ওপর গ্রীষ্মপ্রধান জলবায়ুর দেশ। ফলে প্রতিটা মানুষেরই গ্রীষ্মকালীন কালবৈশাখি ঝড় এবং বর্ষণমুখর সন্ধ‍্যাকে নিয়ে নানা অভিজ্ঞতা আছে। রবি ঠাকুরের 'পাগলা হাওয়ার বাদল দিনে / পাগল আমার মনে জেগে ওঠে' গানটির সঙ্গে তাল মিলিয়ে সেইসব দিনের অনুভূতিগুলিও চঞ্চল হয়ে ওঠে। এমনি একদিন ছিল, ২০মে, ২০২০. অন‍্যান‍্য ঝড়ের মত বিধ্বংসী আমফানের জন‍্য‌ও কড়া সতর্কতা জারি হয়েছিল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলগুলিতে। আর আমি ঝড়ের আগাম খবর পেয়ে অপেক্ষা করছিলাম আবার এক আনন্দমুখর অভিজ্ঞতার। কিন্তু ২০মে আমার জীবনে থেকে গেল ভিন্ন অভিজ্ঞতা দিয়ে।

◆ ঝড়ের পূর্বাভাস ~ এই ২০২০ সালটা প্রথম থেকেই বিশেষ সাল। বছরের শুরুতেই দেওয়া উপহার করোনা ভাইরাসের দাপটে সমস্ত বিশ্ব অসহায়, তার‌ওপর গ্রীষ্মকালীন কালবৈশাখি ঝড় আম্ফান। ১৬ই মে ভারত মহাসাগরের উত্তর ভাগে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়ে তা ক্রমশ বঙ্গোপসাগর তীরবর্তী এলাকাগুলির দিক ধেয়ে আসে। প্রথমে সাইক্লোন হলেও পরে নিম্নচাপ আর‌ও গভীর হয়ে সুপার সাইক্লোনে পরিণত হয় এবং প্রচুর শক্তিশালী হয়ে স্থলভাগের দিয়ে ধেয়ে আসে। আবহাওয়াবিদরা এর পূর্বাভাস আগে থেকে পেয়ে প্রায় এক সপ্তাহ আগে থেকেই সতর্কতা জারি করেছিল পশ্চিমবঙ্গ, ওড়িশা ও বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলগুলিতে। এবং এর জেরে মেদিনীপুর, ২৪ পরগণা ছাড়াও হাওড়া হুগলি কলকাতাতেও এই আম্ফানের প্রভাব পড়বে বলে জানানো হয়েছে।
'আম্ফান' বা 'উম্ফুন' কোন নাম সঠিক তা নিয়ে সংবাদ মহলে যথেষ্ট বিতর্ক আছে, তবে এটি একটি থাই শব্দ যার অর্থ আকাশ। আর নিয়ে দ্বিমত থাকলেও নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে ঠিক‌ই উপস্থিত হয়েছিল এই ঘূর্ণিঝড়...

সম্পূর্ণ আলোচনার জন‍্য লিঙ্কটি ক্লিক করো -
http://amarbangla.academy/2020/08/07/...

Комментарии

Информация по комментариям в разработке