Khagrachari Tourist Places | একদিনে খাগড়াছড়ি জেলার দর্শনীয় স্থান ভ্রমণ | Khagrachari Travel Vlog.

Описание к видео Khagrachari Tourist Places | একদিনে খাগড়াছড়ি জেলার দর্শনীয় স্থান ভ্রমণ | Khagrachari Travel Vlog.

#Maverick_Mithun (M Square)
Khagrachari Tourist Spot | খাগড়াছড়ি জেলার দর্শনীয় স্থান | আলুটিলা গুহা | হর্টিকালচার পার্ক | ঝুলন্ত সেতু | রিসাং ঝর্ণা | Travel Vlog | Part 02

সাজেক ভ্রমণ - প্রথম পর্ব :    • সাজেক ভ্রমণ | Sajek Travel | Sajek Va...  

খাগড়াছড়ি থেকে সাজেক যাবার গাড়ি নিয়ে করা আমার ভিডিও :    • সাজেক ভ্যালি যাবার চাঁন্দের গাড়ি সিএ...  

সাজেক খাগড়াছড়ি ভ্রমণ - ২য় পর্ব (খাগড়াছড়ি জেলার দর্শনীয় স্থান)
সাজেকের সাম্পারী রিসোর্ট থেকে সকাল সাড়ে দশটায় চেক আউট করে চান্দের গাড়িতে করে আমরা খাগড়াছড়ি ফিরে আসি। খাগড়াছড়ি পৌছতে তিন ঘন্টা সময় লাগে। খাগড়াছড়ি পৌঁছেই প্রথমেই আমরা যাই খাগড়াছড়ির বিখ্যাত সিস্টেম রেস্টুরেন্টে। সিস্টেম রেস্টুরেন্ট মূলত খাগড়াছড়ির আদিবাসী দ্বারা পরিচালিত। নানা রকম সুস্বাদু পাহাড়ি খাবারের জন্য একটি বিখ্যাত ও ব্যাপক পরিচিত। খাবারের স্বাদ দুর্দান্ত।

সিস্টেম রেস্টুরেন্ট থেকে দুপুরের খাবার খেয়ে আমরা যাই আমাদের প্রথম স্পট হর্টিকালচার পার্কে।

হর্টিকালচার হ্যারিটেজ পার্ক :
পাহাড়ী সৌন্দর্যের শহর খাগড়াছড়ি জেলার জিরো পয়েন্ট থেকে ৩ কিলোমিটার দূরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের তত্ত্বাবধানে নির্মিত সবুজ বেষ্টনীতে ঘেরা মনোরম সুন্দর পরিবেশে হর্টিকালচার হ্যারিটেজ পার্ক (Horticulture Heritage Park) শহরের অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবে সুপরিচিত। প্রায় ২২ একর জায়গা জুড়ে বিস্তৃত পার্কের কটেজ ও গেটসহ প্রতিটি স্থাপনার বর্ণিল নকশা দর্শনার্থীদের আকৃষ্ট করে।

হর্টিকালচার হ্যারিটেজ পার্কের অভ্যন্তরে আছে চমৎকার ঝুলন্ত সেতু, সুইমিং পুল, কৃত্রিম হৃদ, দোলনা, টয় ট্রেন, কিডস জোন, বোট রাইডিং, হর্স রাইডিং এবং বসার ব্যবস্থা সহ বিভিন্ন প্রজাতির গাছ-গাছালীতে ঘেরা ফুলের বাগান। এছাড়া আরও আছে পিকনিক স্পট, গেস্ট হাউজ, লাভ পয়েন্ট, বার্ডস পার্ক ও অবজারভেশন টাওয়ার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের উন্মুক্ত মঞ্চ। পার্কের লেকের পাড়ে গড়ে উঠেছে পাহাড়ি উপজাতিদের হাতে তৈরি বিভিন্ন জিনিসের দোকান।

প্রবেশমূল্য ও সময়সূচী:
হর্টিকালচার হ্যারিটেজ পার্ক প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬.০০ মিনিট পর্যন্ত খোলা থাকে। পার্কে জনপ্রতি প্রবেশ মূল্য ৪০ টাকা।

হর্টিকালচার পার্ক থেকে ২য় ভ্রমণ স্পট হিসেবে আমরা যাই আলুটিলা পর্যটন কেন্দ্রে। আলুটিলা পর্যটন কেন্দ্রে প্রবেশের টিকিট মূল্য জনপ্রতি 40 টাকা। আলুটিলা পর্যটন কেন্দ্রে ঢুকে প্রথমেই আমরা যাই আলুটিলা গুহায়। দারুন একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়ে আলুটিলা গুহা থেকে বের হয়ে আলুটিলা পর্যটন কেন্দ্রের চারপাশ ঘুরে দেখি।

আলুটিলা গুহা
আলুটিলা গুহা (Alutila Cave) পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলায় আলুটিলা পর্যটন কেন্দ্রে অবস্থিত একটি প্রাকৃতিক গুহার নাম। স্থানীয়দের কাছে আলুটিলা গুহা ‘মাতাই হাকড়’ বা ‘দেবতার গুহা’ নামে পরিচিত। আলুটিলা গুহার দৈর্ঘ্য ৩৫০ ফুট। গুহার ভেতরে সব সময় অন্ধকার থাকে এজন্য গুহায় প্রবেশ করতে হলে মশালের প্রয়োজন হয়। চাইলে মশালের বিকল্প হিসাবে মোবাইল টর্চ বা চার্জ লাইট নিয়ে যেতে পারেন। তাছাড়া গুহার অভ্যন্তরের পাথর গুলো বেশ পিচ্ছিল তাই ভালো গ্রিপের জুতা পড়ে যাওয়া উচিত। আলুটিলা গুহায় প্রবেশের আগে মূল গেটের কাছ থেকে ৪০ টাকা দিয়ে টিকেট সংগ্রহ করতে হয়। গুহার এক প্রান্ত দিয়ে ঢুকে অন্য প্রান্ত দিয়ে বের হতে মাত্র ১০ থেকে ১৫ মিনিট সময় লাগে।

আলুটিলা পর্যটন কেন্দ্রে রয়েছে প্রচুর ভিউ পয়েন্ট যেখান থেকে খাগড়াছড়ি পাহাড় ইত্যাদি দেখা যায়। এছাড়া আছে বেশ কয়েকটি ব্রিজ, ঝুলন্ত সেতু, বাহারি গাছ আর ওয়াকিং ওয়ে। পাহাড় কেটে কেটে এই সমস্ত সুন্দর সুন্দর স্থাপনা নির্মাণ করা হয়েছে।

আলুটিলা পর্যটন কেন্দ্র দেখার পর আমরা যাই শেষ ভ্রমণ স্পট রিসাং ঝর্ণা দেখতে।

রিসাং ঝর্ণা
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার সাপমারা গ্রামে অপূর্ব সুন্দর রিসাং ঝর্ণার অবস্থান। স্থানীয়দের কাছে রিসাং ঝর্ণা (Risang Jorna) ‘সাপ মারা রিসাং ঝর্ণা’ নামে পরিচিত। মারমা শব্দ রিছাং-এর অর্থ কোন উঁচু স্থান হতে জলরাশি গড়িয়ে পড়া। রিছাং ঝর্ণার অপর নাম তেরাং তৈকালাই। আলুটিলা পর্যটন কেন্দ্র হতে এই ঝর্ণার দূরত্ব মাত্র ৩ কিলোমিটার। আর খাগড়াছড়ি-ঢাকা সড়ক ধরে ১ কিলোমিটার এগিয়ে গিলেই রিসাং ঝর্ণা দেখতে পাওয়া যায়।

রিসাং ঝর্ণা থেকে মাত্র ২০০ গজ ভেতরে আরও একটি ঝর্ণা রয়েছে। যা রিছাং ঝর্ণা দুই বা ‘অপু ঝর্ণা’ নামে পরিচিতি লাভ করেছে। ভ্রমণকারীরা যেন সহজে ঝর্ণায় পৌঁছাতে পারেন সেজন্য এখানে পাকা সিঁড়িপথ তৈরি করা হয়েছে। প্রায় ৩০ মিটার উচ্চতার পাহাড় থেকে পানি আছড়ে পড়ার মনোরম দৃশ্য ঘন্টার পর ঘন্টা উপভোগ করার মত। আর চাইলে রিসাং ঝর্ণার জলে অনায়াসেই শরীর জুড়িয়ে নিতে পারবেন।

রিসাং ঝর্ণার দূরত্ব খাগড়াছড়ি জেলা শহর থেকে ১০ কিলোমিটার দূরে। রিসাং ঝর্ণা যাবার জন্য টিকিট কাটতে হয় জনপ্রতি ২০ টাকা। টিকিট কাটার স্থান থেকে প্রায় আধা কিলোমিটার পথ হেঁটে রিসাং ঝর্ণায় যেতে হয়। চাইলে জনপ্রতি ১০০ টাকা মোটরসাইকেল ভাড়ায় রিসাং ঝর্ণা যাওয়া যায় । কিন্তু ইটের সলিং রাস্তা পিচ্ছিল হওয়ার কারণে আমরা হেঁটে যাই। রিসাং ঝর্ণা যাওয়ার জন্য মোট ২৩৫ ধাপ সিঁড়ি পার হতে হয়।

এই তিনটি স্পট দেখে সন্ধ্যা সাতটার বাসে করে আমরা বাড়ি ফিরে আসি।

khagrachari tourist spot
Khagrachari tour
Alutila guha
Heritage park khagrachari
risang waterfall
Khagrachari tour guide
Khagrachari tourist places
খাগড়াছড়ি জেলার দর্শনীয় স্থান
খাগড়াছড়ি ভ্রমণ
আলুটিলা গুহা
জেলা পরিষদ হটিকালচার পার্ক খাগড়াছড়ি
রিসাং ঝরনা
একদিনে খাগড়াছড়ি ভ্রমণ
ঝুলন্ত সেতু
Email: [email protected]
Facebook:   / debasis.chakraborty.94  
Facebook Page:   / maverick.mithun1986  
Instagram:   / debasismithun   /
Music Credit :
YouTube Audio Library
===============================
Thanks all.

Комментарии

Информация по комментариям в разработке