Char Kukri Mukri,Charfasson,Bhola.(চর কুকরি মুকরি),চরফ্যাশন, ভোলা। Hasan Mahmud |

Описание к видео Char Kukri Mukri,Charfasson,Bhola.(চর কুকরি মুকরি),চরফ্যাশন, ভোলা। Hasan Mahmud |

চর কুকরি মুকরি ( Char Kukri Mukri ) এর অবস্থান ভোলা শহর থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে বঙ্গোেপাসাগরের কোল ঘেষা মেঘনা নদীর মোহনায় । যা বাংলাদেশের অন্যতম বৃহৎ বন্যপ্রাণী অভয়ারণ্য হিসাবে পরিচিত । এক সময় এই চরে অধিক কুকুর ও ইঁদুর ( এখানে মেকুর নামে পরিচিত ) পাওয়া যেত , এ কারণেই এটি চর কুকরি মুকরি নামে স্থানীয় মানুষের মুখে মুখে প্রচলিত হয়ে উঠে । ১৯৮৯ সালের ১৪ মে বন বিভাগের তত্ত্বাবধানে প্রায় ৩ লাখ ৬০ হাজার একর জমিতে সংরক্ষিত শ্বাসমূলীয় ম্যানগ্রোভ জাতীয় বৃক্ষের বনায়ন শুরু হয় । চর কুকরি মুকরির বনভূমিতে স্থান পেয়েছে সুন্দরী , গেওয়া , পশুর , কেওড়া , নারিকেল , বাঁশ ও বেত । বর্তমানে কুকুরি মুকুরি চরে বনভূমির পরিমাণ ৮৫৬৫ হেক্টর , যার মধ্যে ২১৭ হেক্টর জমি বন্য প্রাণীর অভয়াশ্রম এবং বসতি ও কৃষি আবাদর জন্য প্রায় ৪ হাজার ৮১০ হেক্টর জমি রয়েছে । মাছ ধরা ও কৃষিকাজ চর কুকরি মুকরিতে বসবাসকারী মানুষের প্রধান পেশা ।

চর কুকরি মুকরির অভয়াশ্রমে প্রাণীদের মধ্যে রয়েছে চিত্রা হরিণ , বানর , শিয়াল , উদবিড়াল , বন্য মহিষ - গরু , বন মোরগ , বন - বিড়াল প্রভৃতি । এছাড়া বক , শঙ্খচিল , মথুরা , বন মোরগ , কাঠময়ূর , কোয়েল ইত্যাদি নানান প্রজাতির পাখি ও সরিসৃপ রয়েছে । শীতকালের এই চর কুকরি মুকরিতে বিপুল পরিমানে অথিতি পাখির আগমন ঘটে । এছাড়া কুকরি মুকরি চরের সমুদ্র সৈকত নিরিবিলি ও পরিছন্ন । এর বনভূমিতে প্রায় ৯ কোটিরও বেশি জীবন্ত গাছ রয়েছে । চর কুকরিমুকরি বুক চিঁড়ে বয়ে যাওয়া ভাড়ানি খাল মেঘনা নদী হয়ে আছড়ে পড়েছে বঙ্গোপসাগরে । চরের বালিয়াড়ির ধরে ঢাল চর অতিক্রম করে সামনে এগোলেই বঙ্গোপসাগর । এখানেও কক্সবাজার কিংবা কুয়াকাটা সমুদ্র সৈকতের আবহ খুঁজে পাবেন । স্থানীরা এই জায়গাটিকে বালুর ধুম নামে চেনে । কুকরিমুকরির সাগরপাড় থেকেও সূর্যোদয় এবং সূর্যাস্থের অপূর্ব দৃশ্য উপভোগ করা যায় ।

চর কুকরি মুকরি যাবার সময়ঃ
শীতকালে চর কুকরি মুকরির আসল সৌন্দর্য উপভোগ করা যায় । আবার এখানে ক্যাম্পিং করার জন্য শীতকালেই উপযুক্ত সময় । বর্ষায় চরের সিঙ্ঘভাগই ডুবন্ত থাকে তাই বর্ষাকালে চর কুকরি মুকরি ভ্রমণে না যাওয়াই ভালো । চর কুকরি মুকরি ভ্রমণের জন্য জানুয়ারী থেকে মার্চ মাস সবচেয়ে আদর্শ সময় ।

চর কুকরি মুকরি যাবার উপায়ঃ
চর কুকরি মুকরি যেতে হলে প্রথমেই আসতে হবে ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় । বিভিন্ন উপায়ে চরফ্যাশন আসা গেলেও সব থেকে ভালো উপায় হলো বেতুয়াগামী লঞ্চ । প্রতিদিন ঢাকার সদরঘাট থেকে চরফ্যাশন ( বেতুয়া ) এর উদ্দেশ্যে বেশ কিছু লঞ্চ ছেড়ে যায় ।তাদের মধ্যে কর্ণফুলী , টিপু , তাশরিফ উল্লেখযোগ্য । লঞ্চ গুলো সন্ধ্যা ৭ থেকে ৮ টা নাগাদ ছাড়ে। ডেকের ভাড়া ২৫০-৩০০(কম বেশি হতে পারে) টাকা, সিংগেল কেবিন ১২০০-১৪০০(কম বেশি হতে পারে), ডাবল কেবিন ২২০০-২৪০০(কম বেশি হতে পারে) টাকা। রাতে লঞ্চেই খেতে পারেন। খাবার মোটামুটি ভালোই আছে। খাবার অর্ডার করার সময় দাম জিজ্ঞেস করে নিয়েন।
বেতুয়া পৌছাবেন আনুমানিক ভোর ৫ টায়। সম্ভব হলে লঞ্চ থেকে ৬ টায়, মানে আলো ফোটার পর বের হন। বেতুয়া ঘাট থেকে অটো নিয়ে চলে যান চর ফ্যাশন বাস টার্মিনালে, অটো ভাড়া জনপ্রতি ৩০/৪০ টাকা, সময় লাগবে ২০/২৫ মিনিট। চর ফ্যাশন থেকে আপনি চর কচ্ছপিয়া যাওয়ার জন্য বাসে উঠে পরুন। সময় লাগবে ১ ঘন্টা থেকে ১ ঘন্টা ৩০ মিনিটের মত আর ভাড়া গুনতে হবে ৬০-৭০(কম বেশি হতে পারে) টাকার মত। বেতুয়া থেকে সরাসরি কচ্ছপিয়া ঘাটে মোটরসাইকেল যাওয়া যায় ভাড়া ৩০০ টাকা জন প্রতি।
চর কচ্ছপিয়া ঘাট থেকে লোকাল ট্রলারে , তেতুলিয়া নদী পার হয়ে পৌঁছাবেন চর কুকরী মুকরী বাজারে । ভাড়া ৫০ থেকে ৬০ টাকা । সময় দিবে ১ ঘন্টা ৩০ মিনিট । এছাড়া টিমের সাইজ বড় হলে ৬০০/৮০০ টাকায় ট্রলার রিজার্ভ করে নিতে পারেন । চর কচ্ছপিয়া ঘাট থেকে প্রতিদিন সকাল ৯ টা ও দুপুর ১২ টায় চর কুকরি মুকরির জন্য লোকাল ট্রলার ছাড়ে । লোকাল ট্রলার আবার দুপুর ৩ টায় চর কুকরি মুকরি থেকে ছেড়ে চর কচ্ছপিয়া ফেরত আসে । তাই লোকাল ট্রলারে যেতে চাইলে সময়ের প্রতি লক্ষ্য রাখতে হবে । হাতে সময় কম থাকলে স্পিড বোটে করেও যেতে পারেন । জন প্রতি ভাড়া ১৫০ টাকা । কচ্ছপিয়া ঘাট থেকে খোলা ট্রলার , ছাউনি ওলা ট্রলার এবং বিভিন্ন রকমের স্পিড বোট পাওয়ায় যায় । আপনার বাজেট অনুসারে যে কোন একটি বেছে নিতে পারেন । রোদ থেকে বাঁচতে হলে ছাউনি ওলা ট্রলার সব থেকে ভালো হবে ।

কোথায় থাকবেনঃ
চাইলে চর কুকরি মুকরিতে ক্যাম্পিং করতে পারবেন । এছাড়া বন বিভাগ , কোস্ট ট্রাস্ট এবং ইউনিয়ন পরিষদের রেস্ট হাউসে অনুমতি নিয়ে রাত্রি যাপন করতে পারবেন । রেস্ট হাউজে থাকতে চাইলে আগেই জানিয়ে যাওয়া ভালো । চর কুকরি মুকরি রেস্ট হাউজের যোগাযোগ নাম্বার ০১৭৩৯ ৯০৮০১৩ ।


–––––––––––––––––––––––––––
Hey friends, thanks a lot for watching my video.
If you like my video don't forger to subscriber & hit the bell icon.

My Facebook Page: 👇
  / mahmudhasan729  
My Instagram account : 👇
  / hasan_mahmud_729  

Check out Other Videos :👇
–––––––––––––––––––––––––––––
ভোলার ২৭৩ বছরের ঐতিহ্য হায়দার আলী জমিদার / মিয়া বাড়ি, ভোলা -    • ভোলার ২৭৩ বছরের ঐতিহ্য হায়দার আলী জমি...  

বাপ্তা জামে বুড়ির মসজিদ -    • বাপ্তা জামে বুড়ির মসজিদ, ভোলা। ভাঙ্গা...  

মুসা খান মসজিদ -    • মুসা খান মসজিদ। Musa Khan Masjid | ৩৪...  


হযরত হাজী খাজা শাহবাজ খান মসজিদ -    • হযরত হাজী খাজা শাহবাজ খান মসজিদ | Haz...  

মীর জুমলার গেট / ঢাকা গেট -    • মীর জুমলার গেট / ঢাকা গেট। Dhaka Gate...  

হাসন রাজার জাদুঘর -    • হাসন রাজার জাদুঘর, সুনামগঞ্জ, সিলেট। ...  
––––––––––––––––––––––––––––

#bangladesh #charkukrimukri #bhola #naturalbeauty #explorebangladesh #travel #naturelover #netgeotravel #beautyofbangladesh #beautifulbangladesh #naturalbangladesh #visitebangladesh #bangladeshi #shorts #short #shortvideo #shortsvideo #youtubeshorts #youtube

#Hasan_Mahmud 👷🏼‍♂️

Комментарии

Информация по комментариям в разработке