এটাই হচ্ছে দেশের টান একজন প্রবাসী দেশে এসে ময়লা সাফ করছেন This is an expatriate coming to the
সিলেটের বিশ্বনাথের পৌর শহরের ময়লা আর্বজনা পরিষ্কার করতে উদ্যোগ নিয়ে রাস্তায় নামলেন যুক্তরাজ্য প্রবাসী শেখ আবুল বাশার এর উদ্যোগে এবং বাচাঁও বাসিয়া নদী ঐক্য পরিষদ ও সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে দিনব্যাপী ক্লিন বিশ্বনাথ সেইভ বিশ্বনাথ কর্মসূচী পালন করা হয়।
বুধবার (২৪ মার্চ) দিনব্যাপী ‘ক্লীন বিশ্বনাথ-সেইভ বিশ্বনাথ’ এ কর্মসূচীতে সার্বিক সহযোগীতা করেন বিশ্বনাথ থানা পুলিশ, প্রবাসী হাজী রইছ আলী, মুমিন খান মুন্না, তোফাজ্জল আলম তোফায়েল।
সকাল ৯টা থেকে শুরু হয়ে পৌর শহরের নতুন বাজার ও পুরান বাজারের আনাছে-কানাছের সকল ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়। এরআগে মঙ্গলবার পৌর শহরে তারা সচেতনতামূলক লিফলেট ও মাক্স বিতরণ করে।
এ কর্মসূচীতে অংশ নেয় মানবসেবা রক্তদান সমাজকল্যাণ সংস্থা, বিশ্বনাথ নতুন বাজার ও পুরান বাজার বণিক সমিতি, বাচাঁও হাওর আন্দোলন,সিলেট গণদবী পরিষদ,বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশন, জামেয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া, রিয়েল স্টার সমাজ কল্যাণ সংস্থা, মানবতার ঘর সিঙ্গেরকাছ বাজার, মিতালি যুব সংঘ, বন্ধুছায়া সমাজ কল্যাণ সংস্থা, ধ্রুবতারা, বিশ্বনাথ মানবাধিকার কমিশন, দর্জি কল্যাণ সংস্থা, স্বপ্নিল, রামসুন্দর সরকারি স্কুল, হাজী মফিজ আলী বালিকা স্কুল, জনকল্যাণ উচ্চ বিদ্যালয়, হাজী লেচু মিয়া স্কুল এন্ড কলেজ, বাসিয়া নাট্য কল্যাণ সংস্থা, বিশ্বনাথ ইয়ুথ অর্গানাইজেশন, বিয়াম ল্যাবরেটরী স্কুল, রাহে জান্নাত দশঘরসহ বিভিন্ন স্কুলের স্কাউট টিম।
"ক্লিন বিশ্বনাথ সেইভ বিশ্বনাথ" কর্মসূচীতে সভাপতিত্ব করেন বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদ ও সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থার আহবায়ক মো. ফজল খান ও সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থার সদস্য সচিব আব্দুল বাতিনের পরিচালনায় বক্তব্য রাখেন বিশ্বনাথ সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান, বিশ্বনাথ থানা ইনচার্জ শামীম মুসা, ৬নং বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, হাজী মফিজ আলী বালিকা স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল নেহারুন নেছা, বিশ্বনাথ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, ক্লিন বিশ্বনাথ সেইভ বিশ্বনাথের উদ্যোক্তা প্রবাসী আবুল বাশার, জামেয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাও হাছান বিন ফাহিম।
বাঁচাও হাওর আন্দোলনের আহবায়ক সাজিদুর রহমান সুহেল, বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের সদস্য সচিব শামসুল ইসলাম মুমিন, সদস্য বিভাংশু গুণ বিভু। স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ কে এম তুহেম। এসময় দুই শতাধিক সংগঠক উপস্থিত ছিলেন।
Facebook link 👇 / moinuddin48
#moin_vai
#Bishwanath
#sylhet
লন্ডন থেকে এসে ময়লা আবর্জনা পরিস্কার করতে নামলেন ক ই তরুন বিশ্বনাথকে বদলে দিতে চান
Coming from London to clean up the garbage, a young man wanted to replace Bishwanath
Информация по комментариям в разработке