BBA honors 3rd year Suggestion চাকরি হতে আয় ও করদায় নির্ণয় ।। বাংলাদেশে করবিধি, আয়কর আইন ২০২৩, করবর্ষ ২০২৩-২০২৪।
Taxation in Bangladesh বা বাংলাদেশের কর বিধি- এর ২০২৪ এর জন্য সম্পূর্ণ নতুন নিয়মে সকল অংকের সমাধান শিখতে আমাদের কোর্স টি ফলো করুন ।
Course Instructor: Arefin Jibon
CEO of BBA Life (Online Educational Platform)
WhatsApp-01761613444
Full Course Content:
চাকরি হইতে আয় (ধারা ৩২-৩৪) Income from Employment:
এই অধ্যায়ে আমরা যা যা শিখতে পারব ।
১। সরকারি প্রতিষ্টানের কর্মকর্তা ও কর্মচারিদের মোট আয় ও কর দায় নির্ণয়।
২। বেসরকারি প্রতিষ্টানের কর্মকর্তা ও কর্মচারিদের মোট আয় ও কর দায় নির্ণয়।
৩। একজন শিক্ষকের মোট আয় ও করদায় নির্ণয় ।
৪। একজন সঙ্গীত শিল্পির মোট আয় ও করদায় নির্ণয় ।
৫। একজন আইনজীবির মোট আয় ও করদায় নির্ণয় ।
৬। একজন চিকিৎসকের মোট আয় ও করদায় নির্ণয় ।
৭। একজন ক্রিকেটারের মোট আয় ও করদায় নির্ণয় ।
ভাড়া হইতে আয় (ধারা ৩৫-৩৯) Income from Rent
এ অধ্যায়ে আমরা যা যা শিখতে পারব।
১। আবাসিক উদ্দ্যেশ্যে বাড়িভাড়া দেওয়া হলে, ভাড়া হতে আয় ও করদায় নির্ণয়।
২। বানিজ্যিক উদ্দ্যেশ্যে বাড়িভাড়া দেওয়া হলে, ভাড়া হতে আয় ও করদায় নির্ণয়।
৩। মেশিন বা যন্ত্রাংশ ভাড়া দেওয়া হলে, ভাড়া হতে আয় ও করদায় নির্ণয়।
৪। ভূমি বা ব্যবসার আংগিনা ভাড়া দেওয়া হলে,ভাড়া হতে আয় ও করদায় নির্ণয়।
৫। কারখানা ভবন ভাড়া দেওয়া হলে, ভাড়া হতে আয় ও করদায় নির্ণয়।
৬। ব্যক্তিগত গাড়ি ভাড়া দেওয়া হলে, ভাড়া হতে আয় ও করদায় নির্ণয়।
কৃষি হইতে আয় (ধারা ৪০-৪৪) Income from Agriculture
১। পেশায় কৃষক হলে, কৃষি হইতে আয় ও করদায় নির্ণয়।
২। পেশায় কৃষক না হলে, কৃষি হইতে আয় ও করদায় নির্ণয়।
৩। পেশায় কৃষক সঠিক হিসেব না রাখা হলে, কৃষি হইতে আয় ও করদায় নির্ণয়।
৪। পেশায় কৃষক সঠিক হিসেব রাখা হলে, কৃষি হইতে আয় ও করদায় নির্ণয়।
৫। পাখির খামার থেকে আয় হলে, কৃষি হইতে আয় ও করদায় নির্ণয়।
৬। চা-বাগান থেকে আয় হলে, কৃষি হইতে আয় ও করদায় নির্ণয়।
ব্যবসা হইতে আয় Income from Business
১। পণ্য বা সেবার ক্রয়-বিক্রয় হতে আয় হলে, ব্যবসা হতে আয় ও করদায় নির্ণয়।
২। পণ্য উৎপাদনের মাধ্যমে আয় হলে, ব্যবসা হতে আয় ও করদায় নির্ণয়।
৩। সেবা দানের মাধ্যমে আয় হলে, ব্যবসা হতে আয় ও করদায় নির্ণয়।
৪। যে কোন পেশা বা বৃত্তি হতে আয় হলে, ব্যবসা হতে আয় ও করদায় নির্ণয়।
৫। বৈদেশিক মূদ্রা বিনিময় হতে আয়, ব্যবসা হতে আয় ও করদায় নির্ণয়।
৬। অলাভজনক প্রতিষ্টান পরিচালনা হতে আয় হলে,ব্যবসা হতে আয় নির্ণয়।
মূলধণী আয় (ধারা ৫৭-৬১) Capital Income
১। জমি বা বাড়ি বিক্রয়ে মুনাফা অর্জিত হলে, মূলধনী আয় ও করদায় নির্ণয়।
২। এপার্টমেন্ট বা কমার্শিয়াল স্পেস বিক্রয় করা হলে, মূলধনী আয় ও করদায় নির্ণয়।
৩। শেয়ার বা মিউচুয়াল ফান্ড হস্তান্তের মুনাফা-ব্যাক্তি হলে,মূলধনী আয় নির্ণয়।
৪। শেয়ার বা মিউচুয়াল ফান্ড হস্তান্তের মুনাফা-প্রতিষ্টান হলে,মূলধনী আয় নির্ণয়।
৫। পিতার নিকট হতে প্রাপ্ত সম্পত্তি বিক্রয় হতে মুনাফা, মূলধনী আয় নির্ণয়।
৬। ব্যবসায়ে ব্যবহৃত মেশিন বিক্রয়ে মুনাফা, মূলধনী আয় ও করদায় নির্ণয়।
আর্থিক পরিসম্পদ হতে আয় (ধারা ৬২-৬৫) Income From financial Assets
১। e-TIN দাখিল করা থাকলে, আর্থিক পরিসম্পদ হতে আয় ও করদায় নির্ণয়।
২। e-TIN দাখিল করা না থাকলে, আর্থিক পরিসম্পদ হতে আয় ও করদায় নির্ণয়।
৩। কোম্পানির ক্ষেত্রে, আর্থিক পরিসম্পদ হতে আয় ও করদায় নির্ণয়।
৪। ব্যাক্তি ক্ষেত্রে, আর্থিক পরিসম্পদ হতে আয় ও করদায় নির্ণয়।
৫। সরকারি বিশ্ববিদ্যালয় বা চার্টার্ড একাউন্টেন্ড ক্ষেত্রে আয় ও করদায় নির্ণয়।
৬। তহবিল বা পেনশনের ক্ষেত্রে ,আর্থিক পরিসম্পদ হতে আয় ও করদায় নির্ণয়।
অন্যান্য উৎস খাতে আয় (ধারা ৬৬-৬৯) Income From Other Sources
ক্ষতির সমন্বয় এবং জের টানা (ধারা ৭০) Set off & Carry Forwarded of Losses
বিনিয়োগের কর ছাড়, রেয়াত ও অব্যাহতিঃ
Investment Tax Credit, Tax Rebate & Tax Relief
কর প্রদান, ফেরত ও আদায় Tax Payment, Refund & Recovery
একক ব্যাক্তির কর নির্ধারণ Assessment of Individual
অংশীদারি ফার্মের কর নির্ধারণঃ Taxation of Partnership Firm
কোম্পানির কর নির্ধারণ Corporate Taxation.
মূল্য সংযোজন কর। Value Added Tax
কাষ্টম শুল্ক Customs Duty
সম্পূরক কর। Excise Duty
হোল্ডিং টাক্স Holding Tax
National University & Affiliated 7 Collage:
BBA 2nd year, BBA 3rd Year, BBS, MBA, MBA Professional Program.
#BBAhonors_3rd_year_Suggestion_24. #Taxation_In_Bangladesh.
Информация по комментариям в разработке