যাত্রাপালা - বৌমা তোমার পায়ে নমস্কার | Full Jatrapala - Bouma Tomar Paye Nomoskar

Описание к видео যাত্রাপালা - বৌমা তোমার পায়ে নমস্কার | Full Jatrapala - Bouma Tomar Paye Nomoskar

সামন্তখণ্ড গ্রামের সর্বজনীন জগদ্ধাত্রী পূজা উপলক্ষ্যে ১৪৩০ বঙ্গাব্দের প্রয়াস সংঘ নাট্য সংস্থার তৃতীয় নিবেদন:
বৌমা তোমার পায়ে নমষ্কার

রচনা:- ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়।

নির্দেশনা: -রাখহরি রায়।

পরিচালনায়:- প্রয়াস সংঘ, সামন্তখণ্ড।
দল ম্যানেজার:- সুরজ বসাক ও রজত লায়েক।
অন্তদৃশ্য পরিচালনায়:- দীনবন্ধু ঘোষ
প্রধান উপদেষ্টা: -হেমন্ত মুখার্জী, অতনু চ্যাটার্জী, অতনু ব্যানার্জী।
ব্যবস্থাপনায়:- প্রয়াস সংঘের সদস্যবৃন্দ।
স্মারক:- আশীষ রায়।
ঃপুরুষ চরিত্রঃ
বসুদেব ভট্টাচার্য (পুলিশ অফিসার): নবীন ঘোষ,
বরুণ (বড় ছেলে): স্নেহাংশু রায়,
তরুণ (ছোটো ছেলে): হেমন্ত মুখার্জী,
বসন্ত (বরুণের শালক): অনির্বান ঘোষ,
পূণ্য (বাড়ির চাকর): বিশ্বজিৎ ব্যানার্জী,
অঞ্জন (তুলসীর ছেলে): অতনু চ্যাটার্জী,
পতিতপাবন (অসাধু ব্যবসায়ী): রাখহরি রায়,
তারক (ঐ পুত্র): অতনু ব্যানার্জী,
কানা কার্তিক (ঐ সহকারী): চঞ্চল ঘোষ,
কালী চরণ (ঝুমুর দলের সর্দার): দুলাল পান,
সুজন (কবিয়াল),
গণশা (সহকারী): সদানন্দ ঘোড়ুই,
নির্মল (থানার ছোটো দারোগা) শান্তনু ব্যানার্জী,
পদ্ম পলাশ (সহকারী): অরূপ রায়,
রতন (জনক যুবক): সঞ্জয় ধাড়া

ঃস্ত্রী চরিত্রঃ
তুলসী (অঞ্জনের মা),
ঝুমকা (কুমুর দলের মেয়ে),
চৈতালী (বরুণের স্ত্রী),
তারা (পতিতপাবনের মেয়ে),
দুর্গামণি (পতিতপাবনের স্ত্রী),


কেমন লাগলো তা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন
#jatrapala
#jatrapalagan
#Bengali_Drama #amraoachi #যাত্রাপালা
#JatraPala #religion #tranding

যাত্রাপালা ভিডিও রেকর্ডিং এর জন্য যোগাযোগ করুন
Contact / যোগাযোগ : 97345 46407

Thank You

Комментарии

Информация по комментариям в разработке