Dhanyakuria – The Castle Village of Bengal / ধান্যকুড়িয়া ভ্রমণ

Описание к видео Dhanyakuria – The Castle Village of Bengal / ধান্যকুড়িয়া ভ্রমণ

ধান্যকুড়িয়া ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার বসিরহাট থানার অধীনস্থ একটি সেন্সাস টাউন ।

আজ থেকে প্রায় দুশো তিরিশ বছর আগের কথা। সুবিশাল এই রাজবাড়ি বানিয়েছিলেন ধান্যকুড়িয়ার জমিদার মহেন্দ্রনাথ গায়েন। সেসময় ফুলেফেঁপে উঠেছিল তাঁর পাটের ব্যবসা। মূলত ইংরেজদের সঙ্গেই চলত তাঁর লেনদেন। আর সেই সুবাদেই উত্তর ২৪ পরগণার এই প্রান্তিক অঞ্চলেও নিত্যদিন লেগে থাকত ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাহেবদের আনাগোনা। তাঁদের বিলিতি সংস্কৃতি, ঐতিহ্যকে উস্কে দিতেই ইউরোপীয় দুর্গের আদলে এই রাজবাড়ি নির্মাণ করেন মহেন্দ্রনাথ।

৩০ একর জায়গায় জুড়ে দাঁড়িয়ে থাকা এই রাজবাড়ির মধ্যেই রয়েছে আস্ত এক পুষ্করিণী, যাতে রাজবাড়ির প্রতিচ্ছবি ঝলমল করে সারাদিন। গোটা দুর্গটিকে কেন্দ্র করে রয়েছে বিশাল এক বাগানও। দুর্গের ভেতরে ঢুকলেও রীতিমতো চমকে যেতে হবে। নানা ধরনের ভিক্টোরিয়ান কারুকাজ থেকে শুরু করে রয়েছে ইতালিয় কাচের তৈরি আসবাব। যা এক কথায় মন্ত্রমুগ্ধকর। গ্রীষ্মকালে এই রাজবাড়িতে এসে অনেক সময়ই ছুটি কাটাতেন ব্রিটিশ সাহেবরা। তাঁদের জন্য ছিল পৃথক নহবতখানা, অতিথিশালা। এমনকি সেসময় এই রাজবাড়ির জন্য পৃথক রেল স্টেশনও তৈরি করেছিল মার্টিন কোম্পানি। গায়েন গার্ডেন নামের সেই স্টেশনে এসে থামত ন্যারো গেজের ছোট্ট বাষ্পচালিত ট্রেন। বর্তমানে অবশ্য সেই স্টেশনের অস্তিত্ব নেই আর। ২০০৮ সালে তা অধিগ্রহণ করে সরকার। গড়ে ওঠে অনাথ মেয়েদের সরকারি হোম। তবে মূল বাড়িটির কিছু অংশের পুনর্নির্মাণ হলেও, সামগ্রিকভাবে রক্ষণাবেক্ষণের অভাবে ধুঁকছে এই ঐতিহাসিক স্থাপত্যটি। বাড়ির সামনে অবস্থিত শ্বেত পাথরের দুটি সিংহ মূর্তির একটি চুরি গিয়েছিল বহু আগেই। কয়েক বছর আগে আরেকটি সিংহও চড়া দামে বিক্রি করে দেন মহেন্দ্রনাথের উত্তরসূরিরা। তবে শুধু ঔপনিবেশিক ইতিহাসই নয়, এই বাড়িতে শুটিং হয়েছে ‘সত্যান্বেষী’, ‘সাহেব-বিবি-গোলাম’, ‘সূর্যতপা’-সহ একাধিক জনপ্রিয় চলচ্চিত্রেরও। অভিনয় করে গেছেন স্বয়ং উত্তমকুমার। এমনকি বিদেশি বিভিন্ন চলচ্চিত্রেরও শুট হয়েছে এই দুর্গেই।

ধান্যকুড়িয়ার আর একটি রাজবাড়ি হল বল্লভ
রাজবাড়ি, যেটিকে স্থানীয়ভাবে ‘পুতুল বাড়ি' বলা হয়। ঐতিহ্য এবং স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন এই বল্লভ রাজবাড়ি । এই রাজবাড়িটি দ্বি-তল বিশিষ্ট এবং
ছাদের উপর শোভা পাচ্ছে আকর্ষণীয় মূর্তি, যা
ভারতীয় এবং ইউরোপীয় স্থাপত্যের অপূর্ব
মিশ্রণ ও মেলবন্ধন। রাজবাড়ির(Rajbari)
ভিতরে প্রবেশ করলে মিলবে এক বিশেষ
অভিজ্ঞতা।রাজবাড়ির মধ্যে প্রবেশের জন্য
একটি ছোট, সরু করিডোর পেরোতে হয়, যা
একটি বড় উঠানের দিকে খোলে। উঠানের
একপাশে রয়েছে বিশাল ঠাকুরদালান। সেই
ঠাকুরদালানের মধ্যে রয়েছে বড় একটি
ঝাড়বাতি। এই ঠাকুরদালান আর তার সৌন্দর্য
এবং খোদাই করা জটিল স্থাপত্য মনোমুগ্ধকর। সাদা ও সবুজ রঙে আঁকা এই বাড়িটি, অন্য সমসাময়িক রাজবাড়ির মতোই সুন্দর।

এছাড়াও ধান্যকুড়িয়ায় আছে সাউ বাড়ি, বসু বাড়ি এবং আড়বালিয়া মাঠের বসু বাড়ি।

পথনির্দেশ :-
১) ট্রেনে গেলে শিয়ালদাহ থেকে হাসনাবাদ লোকাল
ধরে কাকড়া মির্জানগর স্টেশন এ নেমে টোটো /অটো
রিজার্ভ করে যেতে হবে ।
২) গাড়িতে গেলে বারাসাত চাঁপাডালি মোড় থেকে
টাকি রোড ধরে গেলে পৌঁছানো যাবে ধান্যকুড়িয়া। প্রথমে পড়বে চন্দ্রকেতুগড় (মেইন রাস্তাথেকে বাঁ দিকে একটু ঢুকে গেলে), তারপর বেশ কিছুটা এগিয়ে গেলে কচুয়া ধাম (লোকনাথ বাবার জন্মস্থান), ও শেষে ধান্যকুড়িয়া তে জমিদার বাড়ি গুলি দেখা যাবে ।

Dhanyakuria, the village of castles and mansions in North 24 Parganas of West Bengal, blends history with magical beauty of a Disney-sque look to give you an experience of a Gothic, English countryside and it's extremely popular among the tourists for Dhanyakuria Rajbari and other mansions.

Dhanyakuria, which is known mainly for the Dhanyakuria Rajbari or Gaine Bari, Ballav Rajbari, Shaw Bari & Basu Bari.

It is about 55 kilometers from the heart of the city. The nearest railway station of Dhanyakuria is Kankra Mirza Nagar.


dhanyakuria rajbari
dhanyakuria rajbari durga puja
dhanyakuria tour
dhanyakuria satyajit park
dhanyakuria high school
dhanyakuria rajbari history
dhanyakuria ballav bari
dhanyakuria gaine garden
dhanyakuria jamidar bari
dhanyakuria durga puja

ধান্যকুড়িয়া রাজার বাড়ি
ধান্যকুড়িয়া রাজবাড়ী
ধান্যকুড়িয়া
ধান্যকুড়িয়া জমিদার বাড়ি
ধান্যকুড়িয়া উৎসব


kachua dham loknath mandir
kachua dham loknath birth place
kachua dham keshavam
kachua dham loknath mandir 2024
kachua dham loknath mandir live
kachua dham

কচুয়া লোকনাথ মন্দির
কচুয়া ধাম ভ্রমণ
কচুয়া লোকনাথ মন্দির live
কচুয়া ধাম
কচুয়া
কচুয়া পার্ক
কচুয়া লোকনাথ মন্দির 2024
কচুয়া বাজার

#dhanyakuria #rajbaridurgapuja #kachuadham #ধান্যকুড়িয়া #রাজবাড়ী

Комментарии

Информация по комментариям в разработке