Saktigarh Murder Mystery || শক্তিগড়ে তরুণী খুন, রহস্যভেদের নেপথ্যকথা

Описание к видео Saktigarh Murder Mystery || শক্তিগড়ে তরুণী খুন, রহস্যভেদের নেপথ্যকথা

গত ১৪ই আগস্ট রাতে মেদিনীপুরের এক যুবক পূর্ব বর্ধমানের গাঙ্গপুর এলাকায় এসে তার বান্ধবীর সাথে দেখা করার বাহানায় তাকে ডেকে নৃশংস ভাবে খুন করে সবার অগোচরে পালিয়ে যায়। খবর পাওয়া মাত্র পূর্ব বর্ধমান পুলিশ তৎক্ষণাৎ তদন্ত শুরু করে অভিযুক্তের তল্লাশিতে নেমে পড়ে। দ্রুত তদন্ত পরিচালনার জন্য জেলার দক্ষ অফিসারদের নিয়ে তৈরী করা হয় Special Investigation Team। ম্যানুয়াল এবং টেকনিকাল ইনপুট সহ অভিযুক্তের সম্ভাব্য গতিবিধি নজরে রেখে জেলা পুলিশের ৮টি টীম শুরু করে চিরুনি তল্লাশি। অভিযান চলতে থাকে সুদূর বাঙ্গালোরেও যেখানে অভিযুক্তর কর্মসূত্রে যাতায়াত ছিল। অবশেষে ৯ দিন ধরে বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়িয়ে, গাঢাকা দিয়ে থেকেও পুলিশের জালে ধরা পড়ে অভিযুক্ত। তাকে পূর্ব মেদিনীপুরের এক প্রত্যন্ত গ্রাম থেকে গ্রেফতার করে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। অভিযুক্তর বিরুদ্ধে সর্বোচ্চ সাজা সুনিশ্চিত করতে পূর্ব বর্ধমান জেলা পুলিশ কঠোর প্রতিজ্ঞা বদ্ধ।

Комментарии

Информация по комментариям в разработке