বিষ মুক্ত সব্জী চাষের জন্য ব্যবহৃত কেঁচো সার: বক্তা- পুরুলিয়ার আদিবাসী মহিলা "মোঙ্গলী হাঁসদা"

Описание к видео বিষ মুক্ত সব্জী চাষের জন্য ব্যবহৃত কেঁচো সার: বক্তা- পুরুলিয়ার আদিবাসী মহিলা "মোঙ্গলী হাঁসদা"

আমরা সবাই বিষমুক্ত খাবার খেতে চাই, কিন্তু বিষমুক্ত চাষ করতে কেউ রাজি নই।

অন্য পথে হাঁটছেন পুরুলিয়ার আদিবাসী গ্রামগুলি। এমনই এক আদিবাসী মহিলার নাম মোঙ্গলী হাঁসদা।পুরুলিয়া জেলার মানবাজার ব্লকের 'জিতাজুড়ি' গ্রামের এই মহিলা হয়ে উঠেছেন গ্রামের কৃষি শিক্ষিকা । তিনি গ্রামের আনাচে কানাঁচে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিস পত্র দিয়েই তৈরী করছেন 'জৈব সার' যা থেকে মাটির ক্ষতি তো দূর বরং মাটির উর্বরতা বৃদ্ধি পাচ্ছে। সব থেকে বড়ো কথা বাড়ির লোকের থালায় তুলে দেওয়া যাচ্ছে 'বিষমুক্ত সবজি'।

Комментарии

Информация по комментариям в разработке