লাউ চাষে লাখ পতি|| কালীগঞ্জের রফিকুল ইসলামের লাউ ||ডায়না জাতের লাউ

Описание к видео লাউ চাষে লাখ পতি|| কালীগঞ্জের রফিকুল ইসলামের লাউ ||ডায়না জাতের লাউ

লাউ চাষে লাখ পতি,# কালীগঞ্জের রফিকুল ইসলামের লাউ,# ডায়না জাতের লাউ,#সফলতা ফিরেছে লাউ চাষে
======================================================================



ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শাহাপুর-ঘিঘাটি গ্রামের রফিকুল ইসলাম লাউ চাষ করে এখন লাখপতি বনে গেছেন। তিনি বাড়ির পাশের তিনবিঘা জমিতে ডায়না জাতের লাউ এর আবাদ করেছে। তার মাচার প্রতিটি গাছে অসংখ্য লাউ ধরেছে। ইতিমধ্যে তিনি বেশ কিছু টাকার লাউ ঢাকায় বিক্রি করেছেন। বর্তমানে তার ক্ষেতে অসংখ্য লাউ রয়েছে। তিন বিঘা জমিতে লাউ এর আবাদ করতে তার দেড় লাখ টাকা ব্যয় হয়েছে। বিঘা প্রতি তিনি খরচ-খরচা বাদে দেড় লাখ টাকার লাউ বিক্রি করতে পারবেন বলে আশা করছেন। তিনি জানান, প্রতিবিঘা জমিতে সার, সেচ, কিটনাশক, পরিচর্যা, মাচাসহ অন্যান্য খরচ হয়েছে ৫০ হাজার টাকা। সেই এক বিঘা জমি থেকে তিনি দুই লক্ষাধিক টাকার লাউ বিক্রি করতে পারবেন। উৎপাদন ব্যয় বাদে তার বিঘা প্রতি জমিতে লাভ থাকবে দেড় লাখ টাকা। সে হিসেবে তিনি তার উৎপাদন করা ৩ বিঘা জমির লাউ থেকে সাড়ে ৪ লাখ টাকা লাভ করতে পারবেন।


Music Credit- You tube audio Library


যোগাযোগ-
রফিকুল ইসলাম
শাহাপুর-ঘিঘাটি
থানা-কালীগঞ্জ, জেলা-ঝিনাইদহ।
মোবাইল 01768-660702

Комментарии

Информация по комментариям в разработке