Amra Bangladesh | Voices of the People | Mr. SUMANTU
-----------------------------------------------------------------------------------
🔥 Welcome to "Amra Bangladesh | Voices of the People" by Mr. SUMANTU! 🔥
In this hard-hitting rap anthem, we address our beloved nation's pressing issues. Through raw and honest lyrics, we highlight the struggles of everyday people, the rising costs of living, and the disconnect between leaders and the commoner. This track is a call to action and a reflection of the reality many face.
Join us as we raise our voices against injustice and fight for a better future for Bangladesh. If you feel the struggle, let your voice be heard!
👉 Don't forget to like, share, and subscribe for more powerful music!
এই মাটি, এই প্রাণ, অঙ্গীকারে গড়া,
আমরা বাংলাদেশ, স্বপ্নে রাঙানো ধরা।
শত ঝড়েও দাঁড়িয়ে আছি দৃঢ় হয়ে,
আমাদের শক্তি প্রেমে বাঁধা এই মাটির স্নেহে।
শহরের আলো, গ্রাম্য প্রান্তরে,
আমরা বাঙালি, হৃদয়ে অমর গানে।
জীবন টানে নদীর জলে ঝাপটে,
প্রাণের ঢেউয়ে এগিয়ে চলে ভবিষ্যতের পথে।
স্বাধীনতার ভাষা আমাদের কণ্ঠে,
এই দেশে বয়ে যায় জীবনদ্রোহী অনন্তে।
কৃষাণের ঘামে, শ্রমিকের ঘূর্ণিতে,
আছে শক্তির বাঁধন প্রতিটি অন্তরে।
আমরা বাংলাদেশ, ধ্রুবতারার আলো,
এই পথেই চলে আমাদের ভালোবাসার পালো।
আমরা বাংলাদেশ, সবুজের নীড়ে,
একটাই স্বপ্নে বাঁধা আমরা নতুন ভোরের।
রিকশার চাকা ঘুরে বয় প্রাণের গান,
মাটির সন্তানরা জানে বিজয়ের দাম।
শ্রমিক, কৃষক, কবির স্বপ্নে মিলে,
নতুন প্রভাত আসে নীলাকাশের তলে।
যত বাধা আসুক, তবুও আমরা অটুট,
আমাদের একতাই আমাদের রণক্লান্ত যুক্ত।
অত্যাচার, অভাব—সবই করব জয়,
আমাদের ভালোবাসায় রঙিন এই পৃথিবীর রোয়।
আমরা বাংলাদেশ, ধ্রুবতারার আলো,
এই পথেই চলে আমাদের ভালোবাসার পালো।
আমরা বাংলাদেশ, সবুজের নীড়ে,
একটাই স্বপ্নে বাঁধা আমরা নতুন ভোরের।
এই মাটির প্রাণে, আমাদের গানে,
বাংলার আকাশে আঁকা আগামীর বাঁধনে।
স্বাধীনতা আমাদের অস্তিত্বের মানে,
এই পতাকা উঠবে স্বপ্নের তালে।
আমরা বাংলাদেশ, দৃঢ় এক জাতি,
ভালবাসায় গড়া আমাদের এক আভাস।
স্বপ্নের পথে চলব সব বাধা পেরিয়ে,
আমরাই হবো আগামীর আলোর ধারা নিয়ে।
★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
#VoicesOfThePeople
#MrSUMANTU
#BangladeshRap
#rap
#rapsong
#hiphop
#hiphopmusic
#rapsong
#hitsong
#hitrapsongs
#socialjustice
#unityindiversity
#struggle
#hiphop
#rapanthem
#bangladesh
#culturalpride
#resilience
#realitycheck
#inspiration
#musicalexpression
Информация по комментариям в разработке