চিড়িয়াখানা বর্তমান টিকিট কত টাকা দেখুন।

Описание к видео চিড়িয়াখানা বর্তমান টিকিট কত টাকা দেখুন।

#fmmosharafvlog #zoo #চিড়িয়াখানা


চিড়িয়াখানা বর্তমান টিকিট কত টাকা দেখুন।
কিভাবে যাবেন

চট্টগ্রাম এ.কে খান মোড় থেকে সিএনজি করে ফয়'স লেকের গেইটে এসে নামবেন সেখান থেকে রিকশা করেও আসতে পারেন এবং হেটেও আসতে পারেন ফয়'স লেকের গেইট থেকে বেশি দুরে না আপনারা হেটেও আসতে পারেন

১৯৮৮ সালে, চট্টগ্রামের তৎকালীন জেলা প্রশাসক এম এ মান্নান এবং চট্টগ্রামের অন্যান্য অভিজাত ব্যক্তিবর্গ প্রাথমিকভাবে ফয়েজ লেকে চিত্তবিনোদন, শিক্ষা এবং গবেষণার উদ্দেশ্যে চিড়িয়াখানা স্থাপনের উদ্যোগ নেয় পরবর্তিতে ১৯৮৯ সালের ২৮ ফেব্রুয়ারী এই চিড়িয়াখানা সাধারণের জন্যে উন্মুক্ত করা হয় । প্রথমদিকে এক টিকিটেই চিড়িয়াখানা এবং ফয়'স লেকে প্রবেশের সুযোগ থাকলেও ১৯৯৫ সালে দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্যের পাশাপাশি বাড়তি লাভের বিষয়টি বিবেচনা করে চিড়িয়াখানা কর্তৃ পক্ষ দুইটি আলাদা গেট পৃথক টিকিটের মাধ্যমে প্রবেশের

ব্যবস্হা করে | ১৯৮৯ সালে চিড়িয়াখানা উদ্বোধনের পর টিকিটের মূল্য ছিল ১ টাকা পরবর্তীতে তা বৃদ্ধি করা হয় ২ টাকা এভাবে পশু-পাখির সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে টিকিটের দামও | বর্তমানে প্রতি টিকিটের দাম ৭০ টাকা |


বর্তমান অবস্থা

বর্তমানে এ চিড়িয়াখানার জমির পরিমাণ দাঁড়িয়েছে ১০ দশমিক ২ একরে। চিড়িয়াখানায় ৬৬ প্রজাতির ৬২০টি পশুপাখি রয়েছে। এরমধ্যে আছে বাঘ, সিংহ, বানর, হরিণ, গয়াল, জেব্রা, কুমির, বানর, উল্লুক, ভালুক, শকুন,লামা, ক্যাংগারু, উঠপাখি, মেছোবাঘ, অজগর, টার্কিসহ নানা প্রজাতির পশুপাখি।

ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে Subscribe করে পাশে থাকার অনুরোধ রইল।


#fmmosharafvlog
#zoo
#চিড়িয়াখানা
#Chittagong

Комментарии

Информация по комментариям в разработке