ভাষাবিজ্ঞান ও তার বিভিন্ন শাখা। পর্ব ১। তুলনামূলক, ঐতিহাসিক ও বর্ণনামূলক ভাষাবিজ্ঞান। Vasa Biggan।

Описание к видео ভাষাবিজ্ঞান ও তার বিভিন্ন শাখা। পর্ব ১। তুলনামূলক, ঐতিহাসিক ও বর্ণনামূলক ভাষাবিজ্ঞান। Vasa Biggan।

‪@SMUKTA‬

MUKTANGAN (মুক্তাঙ্গন) চ্যানেলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক আহ্বান। আশা করি তোমরা প্রত্যেকে অনেক ভালো ও সুস্থ আছো।

আমাদের চ্যানেলের আজকের পরিবেশনা হলো দ্বাদশ শ্রেণির ‘বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস’ বইয়ের অন্তর্গত ‘দ্বিতীয় পর্ব : ভাষা’ এর প্রথম অধ্যায় ‘ভাষাবিজ্ঞান ও তার শাখা-প্রশাখা’।

দ্বাদশ শ্রেণির এই পাঠটি ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা ভাষা এর প্রথম অধ্যায় ‘ভাষাবিজ্ঞান ও তার বিভিন্ন শাখা’ কে কয়েকটি পর্বে বিন্যস্ত করে আলোচনা করেছি।

আজকে আমরা ‘ভাষাবিজ্ঞান ও তার বিভিন্ন শাখা’ অধ্যায়ে ‘ভাষাবিজ্ঞান কাকে বলে’, ‘ভাষাবিজ্ঞানের তিনটি বহুল প্রচলিত শাখা’, ‘ তুলনামূলক ভাষাবিজ্ঞান’, ‘ ঐতিহাসিক ভাষাবিজ্ঞান’, এবং ‘ বর্ণনামূলক ভাষাবিজ্ঞান’ নিয়ে খুব সংক্ষেপে ও সহজভাবে আলোচনা করেছি। ছাত্রছাত্রীদের সুবিধার্থে এই ভিডিওটিকে আমরা অতি সহজ করে বুঝিয়েছি। তাই এই ভিডিওটি দেখে এই বিষয়গুলি জলের মতো সহজ করে বুঝে নাও। অতি সাধারণ ও সহজ এই ভিডিও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য, তাই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো।


সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।

থাকবো পাশে, বন্ধু হয়ে।।

#ভাষাবিজ্ঞান
#তুলনামূলক_ভাষাবিজ্ঞান
#ঐতিহাসিক_ভাষাবিজ্ঞান
#বর্ণনামূলক_ভাষাবিজ্ঞান
#দ্বাদশ_শ্রেণি
#class12
#   / @smukta  

Комментарии

Информация по комментариям в разработке