আসসালামু আলাইকুম...।
আজ আমি আপনাদের সাথে হিজামা কি? হিজামার ইতিহাস ও উপকারিতা এসব নিয়ে আলোচনা করবো ।
সবাই আমাদের চ্যানেলটিকে SUBSCRIBE করে আমাদের পাশে থেকে আপনাদের সেবা করার সুযোগ দিবেন ধন্যবাদ ।
হিজামার উপকারীতা:
------------------------------------
১৪০০শত বছর আগে চিকিৎসাপদ্ধতি যা বর্তমানকালে জনপ্রিয় চিকিৎসা
আরবি শব্দ -হিজামা, ইংলিশ -কাপিং, বাংলা, -সিংগা
আমার-আপনার-সকলের সৃষ্টিকর্তা, সকল রোগের সৃষ্টিকর্তা এবং রোগ থেকে শিফা দানকারী আমার-আপনার অতি আপনজন আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তার প্রিয় হাবীব রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমে বিশ্ববাসীকে জানিয়েছেন :
★ মধুর মধ্যে শিফা নিহিত ।
★ কালোজিরায় শিফা নিহিত ।
★ হিজামায় শিফা নিহিত ।
★ সূরা ফাতিহায় শিফা নিহিত ।
★ ইস্তিগফারে শেফা নিহিত।
★ সাদাক্বাহ্-য় শেফা নিহিত।
এ কথা আমাদের মনে-প্রাণে বিশ্বাস করতে হবে। হাদীসের এ বাণীর প্রতি আমাদের ইয়াকীন রাখতে হবে।
হাজার হাজার টাকা খরচ করে চিকিৎসা নেয়ার আগে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর চিকিৎসা ইয়াক্বীনের সাথে গ্রহণ করে দেখতে পারি। আল্লাহ চাহেনতো সুন্নাত এবং আরোগ্য দু’টোই হাসিল হবে ইনশাআল্লাহ।
এখানে বিশেষভাবে হিজামা সম্পর্কে বলতে চাই। হিজামা আমাদের গুরুত্বপূর্ণ একটি হারানো সুন্নাহ। নিম্নে এর বিস্তারিত পরিচিত দেয়া হলো–
হিজামা কি?
—–*—–
হিজামা হল এমন একটি প্রাচীন চিকিৎসা পদ্ধতি, যাতে শিঙ্গা বা আধুনিক যন্ত্রের সাহায্যে রক্তকণিকার মন্দ প্রবাহ বের করে রোগীকে সুস্থতা দেয়া হয়। যাকে বাংলায় শিঙ্গা লাগানো এবং ইংরেজিতে Cupping therapy বলা হয়। এতে মানুষের সকল প্রকার শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক সুস্থতা বিদ্যমান রয়েছে।
হিজামার পদ্ধতি
——*——-
শরীরের নির্দিষ্ট কিছু অংশ থেকে মেশিনের সাহায্যে অথবা শিঙ্গার সাহায্যে রক্ত চুষে নেয়া বা বের করে ফেলা। এর দ্বারা ভেতরের দূষিত রক্ত দূর হয়ে যায়। যার ফলে মানুষ প্রশান্তি অনুভব করে।
কেন হিজামা করাবেন?
———*———-
আপনার রোগ হলে যেমন ডাক্তারের কাছে যান, তারপর প্রয়োজন পড়লে অস্ত্রপোচারও করান। তেমনি আপনার রোগের জন্য হিজামা করাবেন। তাহলে ফায়দা স্বরূপ রোগ থেকে ইনশাআল্লাহ মুক্তি পাবেন এবং রাসূল সাঃ-এর একটি সুন্নাত চিকিৎসাপদ্ধতির উপরও আমল করা হলো।
হিজামা সংক্রান্ত হাদীস :
———*———-
★ হযরত আবু হুরাইরা রাঃ থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “জিবরীল (আ.) আমাকে জানিয়েছেন যে, “মানুষ চিকিৎসার জন্য যত উপায় অবলম্বন করে, তম্মধ্যে হিজামাই হল সর্বোত্তম।”
–মুস্তাদরাকে হাকিম, হাদীস নম্বর : ৭৪৭০
★ হযরত আনাস রাঃ থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “কেউ হিজামা করতে চাইলে সে যেন আরবী মাসের ১৭, ১৯ কিংবা ২১ তম দিনকে নির্বাচিত করে। রক্তচাপের কারণে যেন তোমাদের কারো মৃত্যু না হয়, সেদিকে লক্ষ্য রাখবে।”
–সুনানে ইবনে মাজা, হাদীস নম্বর : ৩৪৮৬
★ হযরত আনাস রাঃ থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, “আমি মেরাজের রাতে যাদের মাঝখান দিয়ে গিয়েছি, তাদের সবাই আমাকে বলেছেন, হে মুহাম্মদ! আপনি আপনার উম্মতকে হিজামার আদেশ করবেন।” –সুনানে তিরমিযী, হাদীস নম্বর : ২০৫৩
★ হযরত আনাস রাঃ থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “গরম বৃদ্ধি পেলে হিজামার সাহায্য নাও। কারণ, কারো রক্তচাপ বৃদ্ধি পেলে তার মৃত্যু হতে পারে।”
–মুস্তাদরাকে হাকিম, হাদীস নম্বর : ৭৪৮২
★ হযরত জাবির রাঃ থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “নিশ্চয় হিজামায় শেফা রয়েছে।” সহীহ মুসলিম, হাদীস নম্বর : ২২০৫
★ হযরত আবদুল্লাহ বিন উমর রাঃ থেকে বর্ণিত আছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “খালি পেটে হিজামাই সর্বোত্তম। এতে শেফা ও বরকত রয়েছে এবং এর মাধ্যমে বোধ ও স্মরণশক্তি বৃদ্ধি পায়।”
–সুনানে ইবনে মাজা, হাদীস নম্বর : ৩৪৮৭
★ হযরত আবদুল্লাহ্ বিন আব্বাস রাঃ থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “হিজামাকারী কতইনা উত্তম লোক। সে দূষিত রক্ত বের করে মেরুদন্ড শক্ত করে এবং দৃষ্টিশক্তি প্রখর করে।”
–সুনানে তিরমিযী, হাদীছ নম্বর : ২০৫৩
হিজামা (শিঙ্গা/CUPPING)-এর মাধ্যমে যে সব রোগের চিকিৎসা করা হয়ে থাকে :
—————–*–—————–
★ মাইগ্রেন জনিত দীর্ঘমেয়াদী মাথাব্যথা
★মুখের ব্রণ
★ রক্তদূষণ
★ উচ্চরক্তচাপ
★ ঘুমের ব্যাঘাত (insomnia)
★ স্মৃতিভ্রষ্টতা (perkinson’s disease)
★ অস্থি সন্ধির ব্যাথা/ গেটে বাত
★ ব্যাক পেইন
★ হাঁটু ব্যাথা
★ দীর্ঘমেয়াদী সাধারন মাথা ব্যাথা
★ ঘাড়ে ব্যাথা
★ কোমর ব্যাথা
★ পায়ে ব্যাথা
★ মাংসপেশীর ব্যাথা (muscle strain)
★ দীর্ঘমেয়াদী পেট ব্যথা
★ হাড়ের স্থানচ্যুতি জনিত ব্যাথা
★ থাইরয়েড গ্রন্থির সমস্যা
★ সাইনোসাইটিস
★ হাঁপানি (asthma)
★ হৃদরোগ (Cardiac Disease)
★ রক্তসংবহন তন্ত্রের সংক্রমন
★ টনসিল
★ দাঁত/মুখের/জিহ্বার সংক্রমন
★ গ্যাস্ট্রিক পেইন
★ মুটিয়ে যাওয়া (obesity)
★ দীর্ঘমেয়াদী চর্মরোগ (Chronic Skin Diseses)
#হিজামা_কি? #হিজামার_ইতিহাস_ও_উপকারিতা #Fahad_media_99
Информация по комментариям в разработке