Saaheb―a bengali radio drama (সাহেব―একটি বাংলা বেতার নাটক)

Описание к видео Saaheb―a bengali radio drama (সাহেব―একটি বাংলা বেতার নাটক)

ছেলেটি শৈশবে মাতৃহারা। বড়বৌদিই তাকে মাতৃস্নেহে বড় করে তোলেন... তিন বিবাহিত দাদা ও একটি অবিবাহিতা বোন আর সে...যে বাবার একমাত্র চিন্তা... বাবা চোখ বুঁজলে তাকে কে দেখবে... কারণ লেখাপড়ায় সে ভালো নয় মোটেও... তাই বাড়িতে সবার কাছেই সে অবজ্ঞার পাত্র... শুধু ছোট বোন বড় বৌদি আর বাবা-ই তাকে ভালোবাসে... সে সাহেব। কুস্তির আখড়াই তাকে টানে... তার চাই একটা যে কোনও চাকরী... কিন্তু জীবনের পথ চলে অন্য বাঁকে... এই সাহেবের জন্যই সবাই চোখের জল ফেলে একদিন... জানতে হলে শুনুন অনবদ্য এই নাটক 'সাহেব'। একসময়ে বেতারের জনপ্রিয় নাটক...

এখানে উল্লেখ করা প্রয়োজন বাংলা ও হিন্দীতে পরবর্তী সময়ে 'সাহেব' নামেই দুটি সিনেমা তৈরী হয়েছিল। কিন্তু সেটা এই বাংলা নাটকের অনুসরণে...

রচনা: রঞ্জন রায়।
সাহেবের ভূমিকায় জগন্নাথ বসু।
গানে: হৈমন্তী শুক্লা

Комментарии

Информация по комментариям в разработке