মাহমুদুল হাসান সোহাগ ভাইয়ের রহস্যময় ৩ প্রশ্নের জবাব | আবু ত্বহা আদনান (হাফি.)

Описание к видео মাহমুদুল হাসান সোহাগ ভাইয়ের রহস্যময় ৩ প্রশ্নের জবাব | আবু ত্বহা আদনান (হাফি.)

সোহাগ ভাইয়ের ৩টি প্রশ্ন এর উত্তর গুলো বিস্তারিত আলোচনার বিষয়। তবে সংক্ষেপে আমি উত্তর দিচ্ছি৷ যাতে আপনাদের গুগল-ইউটিউব এর সার্চ করতে বিষয়টা সহজ হয়।

প্রশ্ন- ১;
কেন কুরআনে নমরুদ বা অন্য সকল জালিম দের তুলনায় ফেরাউন দের কথা বেশি এসেছে?

উত্তর-
কারণ, মূসা (আ.) এর উম্মতদের বনী ইসরায়েল বা ইহুদী বলা হত৷ সম্ভবত আল্লাহ এই জাতির অবাধ্যতা সম্পর্কে মুসলিম দের সচেতন করতে চেয়েছেন৷ (আল্লাহু আলাম)

প্রশ্ন- ০২ ;

ব্রিটিশরা কেন আমেরিকাকে বড় ভাই হিসাবে মেনে নিয়েছিল?

উত্তর- কারণ একটি গুপ্তসংস্থার প্রভাব৷যে সংস্থার সদস্য ছিল ইহুদী+খ্রিস্টান। যে সংস্থার লক্ষ্য ছিল ইসরাইল নামক রাষ্ট্র প্রতিষ্ঠা করা, তা বড় বানানো এবং দাজ্জালের আত্নপ্রকাশ হলে তাকে সহযোগিতা করা৷

প্রশ্ন-৩;

বিশ্বের সবচেয়ে বড় কেন্দ্রীয় ব্যাংক কেন প্রাইভেট?

উত্তর -
ইহুদী পরিবার "রথ চাইল্ড ফ্যামিলি" এর মালিকানায় আছে৷ ধারণা করা হয় বিশ্বের মোট সম্পত্তির প্রায় ৭০% এর মালিক তারা। তারা একটি গুপ্তসংস্থার সাথে জড়িত থেকে বিশ্বের রাজনৈতিক, সুদ ভিত্তিক অর্থনীতি, চিকিৎসা, শিক্ষা,মিডিয়া সহ নানা ক্ষেত্রে পরিপূর্ণ নিয়ন্ত্রণ রেখেছে৷ আর বিশ্বকে নিজ মন মত চালাচ্ছে।

প্রশ্ন -৪;

পিরামিড কিভাবে এত বছর আগের হওয়া সত্ত্বেও তার মাঝে সুক্ষ্ণ কর্ম দেখা যায় যা এখনকার বিজ্ঞানকেও হার মানায়?

উত্তর-
প্রকৃতপক্ষে পিরামিড কিভাবে তৈরি হয়েছিল তা নিয়ে মতপার্থক্য আছে।

কারো মতে- অন্য গ্রহের প্রাণীরা এসে তৈরি করে দিয়েছে।

কারো মতে-সেকুলার শিক্ষা আমাদের প্রচীনযুগ,প্রস্তর যুগ,মধ্যযুগ,আধুনিক যুগের নামে ধোকা দিচ্ছে। আগেও যুগেও আধুনিক বিজ্ঞান ছিল। এমনকি তারা আমাদের থেকেও উন্নত প্রযুক্তির ব্যবহার করত৷

আরো একটি মত হল- তৎকালীন মিশরে যাদু বিদ্যা চর্চা হত৷ তারা হয়ত কুফরী জাদুর মাধ্যমে জ্বীন জাতির সাহায্য নিয়ে এই পিরামিড গুলো তৈরি করেছিল।

Комментарии

Информация по комментариям в разработке