শিল্পী লালন শাহ বাংলাদেশের গর্ব । সমাজ সংস্কারক লালন শাহের মাজার| Famous Baul artist Lalon Shah

Описание к видео শিল্পী লালন শাহ বাংলাদেশের গর্ব । সমাজ সংস্কারক লালন শাহের মাজার| Famous Baul artist Lalon Shah

শিল্পী লালন শাহ বাংলাদেশের গর্ব। সমাজ সংস্কার হিসেবেও তিনি পরিচিত। তাকে বাংলাদেশের আধ্যাতিক বাউল সাধক বলা হয়। Artist Lalon Shah is the pride of Bangladesh। তিনি বাংলাদেশের গর্ব।
লালন শাহ ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি। যিনি ফকির লালন, লালন সাঁই, লালন শাহ, মহাত্মা লালন ইত্যাদি নামেও পরিচিত। তিনি অবিভক্ত বাংলায় ১৭৭৪ সালের ১৭ অক্টোবর জন্মগ্রহণ করেন এবং ১৮৯০ সালের ১৭ অক্টোবর বাধ্যর্কজনিত কারনে মৃত্যুবরণ করেন। তিনি একাধারে ছিলেন একজন আধ্যাত্মিক বাউল সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক। তার অসংখ্য গানের মধ্যে খোঁজ পাওয়া যায় মানব দর্শনের। তিনি অসংখ্য গানের গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন। লালনকে বাউল গানের অগ্রদূতদের অন্যতম একজন হিসেবে বিবেচনা করা হয় এবং ‘বাউল-সম্রাট’ হিসেবেও আখ্যায়িত করা হয়ে থাকে। তার গানের মাধ্যমেই উনিশ শতকে বাউল গান বেশ জনপ্রিয়তা অর্জন করে। তার গান ও দর্শন যুগে যুগে প্রভাবিত করেছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও অ্যালেন গিন্স বার্গের মতো বহু খ্যাতনামা কবি, সাহিত্যিক, দার্শনিক, বুদ্ধিজীবীসহ অসংখ্য মানুষকে। গান্ধীরও ২৫ বছর আগে ভারত উপমহাদেশে সর্বপ্রথম তাকে ‘মহাত্মা’ উপাধি দেয়া হয়েছিল।
============================================================================
#শিল্পী_লালন_শাহ_বাংলাদেশের_গর্ব#সমাজ_সংস্কার_ লালন_শাহের মাজার
আমার সম্পর্কে জানতে
[email protected]
Mobile-01711-125871

Комментарии

Информация по комментариям в разработке