মাওলানা ভাসানী,তারেক জিয়া ও বাবরের অসম্পূর্ণ ইচ্ছা।। ১৯৪৭ এর বিভক্তি।।Red calif Line.

Описание к видео মাওলানা ভাসানী,তারেক জিয়া ও বাবরের অসম্পূর্ণ ইচ্ছা।। ১৯৪৭ এর বিভক্তি।।Red calif Line.

১৯৪৭ সালে জিন্নাহর দ্বি-জাতিতত্ত্বের উপর ভিত্তি করে ভারত উপমহাদেশ বিভক্ত হয়ে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। রাষ্ট্র দুটির সীমানা ভাগ করার দায়িত্ব পড়ে ব্রিটিশ সরকারের একজন আইনজীবী স্যার জন রেডক্লিফের উপর।মাত্র পাঁচ সপ্তাহের ব্যবধানে এ বিশাল সীমানা তিনি বিতর্কিতভাবে একেঁ দেন। যাতে করে তৎকালীন সময়ে গৃহযুদ্ধের সৃষ্টি করে। সীমানাটি রেডক্লিফ লাইন নামে পরিচিত। এই রেডক্লিফ লাইন নিয়ে বর্তমানেও ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনাম সৃষ্টি করে।যার কারণে এ দুটি দেশ এখনো শত্রু ভাবা পণ্য। ব্রিটিশদের সে বিতর্কিত সীমানা বিভক্তি থেকে বাংলাদেশও রেহাই পাইনি। যার কারনে বাংলাদেশের অনেক ন্যায্য ভূমি ভারতের অংশ হয়ে পড়ে। তৎকালীন সময়ে মাওলানা ভাসানী এ নিয়ে কথা বলেছিলেন। ২০০৪ ও ২০০৫ সালে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নেতা তারেক জিয়া ও লুৎফুজ্জামান বাবর এ নিয়ে বক্তব্য প্রদান করেন। আজকের ভিডিওতে এ বিষয়গুলি আলোচনা করা হয়েছে।

যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করুন।
Facebook page :
Habibur Rahman vlog
Twitter :
Atozhabibur



Music :
Copyright free

Комментарии

Информация по комментариям в разработке