কিভাবে $2800 আয় করলাম ডাটা এনালাইসিস করে | Fiverr Freelancing

Описание к видео কিভাবে $2800 আয় করলাম ডাটা এনালাইসিস করে | Fiverr Freelancing

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন।
ডাটা এনালাইসিস এবং বিজনেজ ডিসিশন মেকিং এর জন্য Excel এ র গুরুত্ব অনেক বেশি। পাশাপাশি বর্তমানে Statistical Analysis এর জনপ্রিয় টুল হল SPSS (Statistical Package for the Social Sciences), যেটার দ্বারা প্রায় সব ধরণের এনালাইসিস করা সম্ভব। বিভিন্ন প্রতিষ্ঠানে SPSS কোর্স করানো হয় ৪/৫ হাজার টাকারও বেশি ফি তে। আর এই কোর্সে ৪০+ লেসনে একসাথে Excel ও SPSS দুটোই পাচ্ছেন। সাথে রয়েছে Fiverr এ আমার করা কিছু রিয়েল প্রজেক্ট এর ধাপে ধাপে সমাধান।
ডেটা অ্যানালিটিক্স এর চাহিদা: বাজার বিশ্লেষকেরা বলছেন, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে ডেটা অ্যানালিটিক্সের চাহিদা বাড়তে থাকবে। ২০২৩ সাল নাগাদ ডেটা অ্যানালিটিক্স মার্কেট বেড়ে দাঁড়াবে ২৭৫ বিলিয়ন মার্কিন ডলারে। গত প্রান্তিকে ফ্রিল্যান্সার ডটকমে ডেটা অ্যানালিটক্সে চাহিদাসম্পন্ন কর্মীর চাহিদা ৫৮.৯ শতাংশ বেড়েছে। বর্তমান ব্যবসার ট্রেন্ড বুঝতে এবং সে অনুযায়ী পরিকল্পনা সাজাতে দক্ষ কর্মীদের জন্য নানা প্রকল্প নিচ্ছে নিয়োগদাতারা। তাই যাঁরা ফ্রিল্যান্সিংয়ে আগ্রহী, তাঁদের জন্য এ দক্ষতা বাড়তি আয়ের পথ খুলে দেবে। (সুত্র: প্রথম আলো) https://www.prothomalo.com/technology...

তাই, যারা ডাটা অ্যানালাইসিস শিখতে, ডাটা অ্যানালাইসিস নিয়ে ফ্রিল্যান্সিং বা ক্যারিয়ার গড়তে আগ্রহী তারা ইন্সট্রাক্টরির ফ্রিল্যান্সিং উইথ ডাটা অ্যানালাইসিস কোর্সটি দেখতে পারেন।
কোর্স লিংক :
https://instructory.net/courses/freel...

Комментарии

Информация по комментариям в разработке