পুকুর পাড়ে কলার চাষ ফলন হবে বারোমাস। Banana cultivation on the banks of the pond.

Описание к видео পুকুর পাড়ে কলার চাষ ফলন হবে বারোমাস। Banana cultivation on the banks of the pond.

সমন্বিত মাছ চাষ পদ্ধতিতে ঝুঁকছেন মাগুরার শালিখার চাষিরা। কয়েকবছর আগেও এই এলাকার পুকুরের পাশের জায়গা ফাঁকা পড়ে থাকত। বর্তমানে পুকুর পাড়ের সেই ফাঁকা জায়গায় গড়ে তুলছেন কলাবাগান। মাছ চাষের পাশাপাশি বাড়তি আয় যোগাচ্ছে কলা চাষ।

মাছ চাষের পাশাপাশি পুকুর পাড়ে কলা চাষে ব্যাপক সাড়া ফেলেছেন স্থানীয় মাছ চাষিরা। এলাকায় দিন দিন পুকুর পাড়ে কলা চাষের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। অল্প খরচে বেশি লাভ হওয়ায় বিশেষ করে শিক্ষিত বেকার যুবকরা মাছ চাষের পাশাপাশি কলা চাষের দিকেও ঝুঁকছেন। তেমন একজন কৃষক, প্রকৌশলী রফিকুল ইসলাম। মাছ চাষের পাশাপাশি সাথী ফসল হিসাবে কলা, লেবু, পেপে চাষ করে পেয়েছেন সফলতা।

Комментарии

Информация по комментариям в разработке