ইমকন ১ পিল খাওয়ার নিয়ম | Emcon 1 review

Описание к видео ইমকন ১ পিল খাওয়ার নিয়ম | Emcon 1 review

ইমকন (Emcon) ইমারজেন্সি পিল বাজারে নিয়ে এসেছে ফারমাসিউটিক্যাল কোম্পানি রেনেটা লিমিটেড ।

1.5 মিলিগ্রাম প্রতিটি ইমকন ট্যাবলেট রয়েছে লিভোনোরজেস্ট্রেল ।। লিভোনোরজেস্ট্রেল একটি প্রোজেস্টজেন গ্রুপের ঔষধ। এছাড়াও 0.75 মিলিগ্রাম ট্যাবলেট এও পাওয়া যায় যেখানে প্রতি প্যাকেটে দুইটি সাদা গোল বড়ি থাকে।

ইমারজেন্সি জন্মনিয়ন্ত্রণ হিসেবে ইমকন ট্যাবলেট অরক্ষিত সহবাসের পর যত তাড়াতাড়ি সম্ভব এই ট্যাবলেট সেবন করলে জন্মনিরোধ করা সম্ভব হয়।সহবাসের 12 ঘণ্টার মধ্যে কিন্তু 72 ঘন্টার ভিতর খেতে হবে।এর পরে খেলে এই ঔষধ কাজ করে না।

এবার আসুন জানা যাক কোন পরিস্থিতির সুম্মুখিন হলে ইমকন সেবন করতে পারবেন ...
আপনি অথবা আপনার সঙ্গী যদি অন্য কোন জন্ম নিরোধক পদ্ধতি ব্যবহার না করে সহবাস করে থাকেন সে ক্ষেত্রে খাবেন।

অথবা যদি আপনি পরপর তিনদিন জন্মনিরোধক বড়ি খেতে ভুলে যান এবং
সহবাসের সময় যদি সঠিকভাবে কনডম ব্যবহার না করেন অথবা যদি কনডম ফেটে যায় তাহলে খাবেন।
অথবা আপনি যদি মনে করেন যে আপনার জরায়ুতে অবস্থিত #জন্মনিরোধক কোন পদ্ধতি স্থানচ্যুত হয়েছে তাহলে অথবা
ধর্ষণজনিত অবস্থায় হলেও গর্ভধারণ না চাইলে এই ইমকন খাওয়া হয়ে থাকে।

#অরক্ষিতসহবাস হবার পরে ৭২ ঘণ্টার ভিতর ইমকন ট্যাবলেট খেতে হয়। খাওয়ার পর পরবর্তী মাসিক না হওয়া পর্যন্ত পরবর্তী মিলনের ক্ষেত্রে কন্ডম ব্যবহার করতে হবে।

#ইমকনট্যাবলেট সেবনের পর স্বল্প সময়ের জন্য আপনার কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। এতে করে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। এই ঔষধ সেবনের পর যেসকল পার্শপ্রতিক্রিয়া দেখা দিতে পারে তা হল হালকা বমি বমি ভাব
ঝিমুনি ভাব বা অবসন্নতা কিংবা মাথাব্যথা হতে পারে।
এছাড়া কারো কারো পেটে ব্যথা অথবা স্তনে ব্যথার অনুভূতি
যোনিপথে হালকা রক্তক্ষরণ হতে পারে।
এই অসুবিধাগুলি ব্যতীত আর যদি অন্য কোন সমস্যা অনুভূত হয়ে থাকে তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। ঔষধ সেবনের পর যদি বমি হয় তাহলে পুনরায় আরেকটি ট্যাবলেট সেবন করতে হবে।
More Information : https://medex.com.bd/brands/6100/emco...

emcon 1 | emcon 1 price in bangladesh | emcon 1 review | emcon side effects

how to to take emergency pill | ইমকন ১ পিল খাওয়ার নিয়ম | ইমকন ১ পিল দাম | ইমকন পিলের পার্শ্বপ্রতিক্রিয়া

Комментарии

Информация по комментариям в разработке