শিবরামপুর হাট। ঝাঁপ পরী।Sibrampur Hat

Описание к видео শিবরামপুর হাট। ঝাঁপ পরী।Sibrampur Hat

ঐতিহ্যবাহী শিবরামপুর হাট। অনেক আগ থেকেই শিবরামপুর গ্রামে হাট বসে তার নাম শিবরামপুর হাট নামে পরিচিত। শিবরামপুর হাট মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার অন্তর্গত বারইখালী ইউনিয়ন পরিষদের শিবরাম পুর গ্রামে প্রতি শনিবার হাট বসে। ঢাকার গুলিস্তান থেকে মাত্র 30 মিনিটের পথ শিব রামপুরহাট। গুলিস্থান থেকে বান্দুরা নবাবগঞ্জের বাসে চড়ে শিবরামপুরের নেমে শিবরাম হাটে চলে আসতে পারেন। ভাড়া পড়বে মাত্র মাথাপিছু 50 টাকা। এই হাঁটতে নিত্য প্রয়োজনীয় সকল জিনিসপত্র পাওয়া যায়। বিশেষ করে রামপুরহাটের লুঙ্গি বাবুরহাট সহ সারাদেশে সুপরিচিত। এখানে আড়িয়াল বিল সহ আশেপাশের গ্রামের টাটকা শাকসবজি পাওয়া যায়। এই হাটে কামার, কুমার, তাঁতি, কৃষক ও কারুশিল্পী কারিগরসহ অন্যান্য পেশার লোকজন এখানে কেনাবেচা করার জন্য আসে।#travel #Jap pori#villagevlog #villagemarket #villagelife #bazar #munshiganjnews #munshigonj

Комментарии

Информация по комментариям в разработке