ঢাকা কলেজ ও নিউমার্কেটে আবারও দফায় দফায় সংঘর্ষ | Dhaka College News | Dkaka New Market News | Somoy
ঢাকা কলেজের সব হল বন্ধ ঘোষণা, বিকালের মধ্যেই হল ছাড়ার নির্দেশ
শিক্ষার্থীদের সঙ্গে রাজধানীর নিউমার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষে জেরে ঢাকা কলেজের সব আবাসিক হল বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকালের মধ্যেই শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। আগামী ৫ মে পর্যন্ত বন্ধ থাকবে হল।
মঙ্গলবার বিকালে ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এ টি এম মইনুল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশ এ তথ্য জানানো হয়।
ব্রেকিং নিউজঃ আজ থেকেই ঈদের ছুটি বললেন শিক্ষামন্ত্রী | ঢাকা কলেজের ঈদের ছুটি আজ থেকেই | SomoyTV News
এক দোকানে খাবারের বিল পরিশোধ নিয়ে কথা কাটাকাটির জেরে ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনা দুঃখজনক বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তিনি বলেন, এটা খুবই দুঃখজনক। আমাদের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। আহত শিক্ষার্থীদের বিষয়ে আমরা দেখছি। সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ২০ এপ্রিল থেকে ঈদের ছুটি শুরু হলেও ঢাকা কলেজে যেহেতু ক্লাসের পরিবেশ নেই, তাই আজ থেকে এই কলেজে ঈদের ছুটি শুরু হয়ে যাবে। আগামী ৫ মে অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে ঢাকা কলেজও খোলা হবে।
মঙ্গলবার বিকালে চাঁদপুর সার্কিট হাউসে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকাল থেকে থাকলে হয়তো পরিস্থিতি আরেকটু ভালো হতে পারত। তবে তারাও চেষ্টা করেছেন, এখনো তারা চেষ্টা করছেন থামানো। আমি ছাত্র-ব্যবসায়ী সকল পক্ষকে শান্ত থাকার আহ্বান জানাই।
এর আগে সোমবার মধ্যরাতে দোকান কর্মচারীদের সঙ্গে শিক্ষার্থীদের প্রায় আড়াই ঘণ্টা সংঘর্ষ চলে। পরে পুলিশের হস্তক্ষেপে রাত আড়াইটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত আবারও চলে এ সংঘর্ষ।
দুপুরের পর পুলিশ ঘটনাস্থলে এসে কাঁদানে গ্যাস ছোড়া শুরু করলে শিক্ষার্থী ও ব্যবসায়ীরা ছত্রভঙ্গ হয়ে যায়। সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের ঢাকা মেডিকের কলেজ
Related Tags:
আজ থেকেই ঈদের ছুটি ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী, ঢাকা কলেজ, ২০ এপ্রিল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নতুন সিদ্ধান্ত, রমজানে কত দিন ক্লাস নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত, রমজানে কোন রুটিনে ক্লাস হবে, রমজানের ক্লাস রুটিন, রমজানে কিভাবে ক্লাশ হবে, rojar class routine, ramadan class routine, শিক্ষা প্রতিষ্ঠান, রমজানের ছুটি, শিক্ষাপ্রতিষ্ঠান কি আবারও বন্ধ হবে, স্কুল ছুটি, স্কুল, কলেজ, ঈদের বন্ধ, ঈদের স্কুল কলেজ বন্ধ, রমজানে স্কুল, রমজানের ছুটি কবে, রমজানে স্কুল বন্ধ, রমজানে বন্ধ,
আবারও উত্তপ্ত নিউ মার্কেট এলাকা, ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ, শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ, Student Clash, ঢাকা কলেজ স্টুডেন্টদের মারামারি, Dhaka College, New Market, রাজধানীর নিউমার্কেট এলাকা, ঢাকা কলেজের শিক্ষার্থী, New Market and Dhaka College Student Incident, Dhaka College Student, নিউ মার্কেট ঢাকা কলেজ, নিউ মার্কেটে মারামারি, নিউ মার্কেট ঢাকা সংঘর্ষ, নিউ মার্কেটে সংঘর্ষ, নিউ মার্কেট লাইভ, নিউ মার্কেট মারামারি, শিক্ষামন্ত্রী, Dipu Moni, Jagonews24, Jagonews, Bangla news, Bangladeshi News, Live News, Bangladeshi News Channel, Top News Dhaka, Top News Bangladesh, Viral News, live, news, সংবাদ, খবর, নিউজ, live news, breaking news, jago news, bangladeshi news, bangla news, jago, latest news, breaking,Jamuna TV, Jamuna Television, যমুনা নিউজ, যমুনা টেলিভিশন, যমুনা সংবাদ, Jamuna Channel, Jamuna TV Channel, Jamuna Television LIVE, Current Affairs, News update, Bangla News LIVE, Bangla News Today, যমুনা টিভি LIVE
Информация по комментариям в разработке