AI মানব জাতির ভবিষ্যৎ কোথায় নিয়ে যাবে ?

Описание к видео AI মানব জাতির ভবিষ্যৎ কোথায় নিয়ে যাবে ?

বর্তমান প্রযুক্তি বিশ্বের সবচেয়ে আলোচিত নাম ওপেনএআই সিইও স্যাম অল্টম্যান। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর উত্থানের জন্য সারা বিশ্বের মানুষ যেখানে চাকরি হারানোর ভয়ে ছিল। সেখানে খোদ চ্যাটজিপিটি উদ্ভাবই তার চাকরি হারানোর পর নেটিজেনদের মধ্যে ব্যাপক হইচই শুরু হয়। মুহর্তের মধ্যেই চ্যাটজিপিটির মালিকানা কম্পানি ওপেনএআই এর বোর্ড অব ডিরেক্টরসদেরকে ভিলেন হিসেবে উপাস্থাপন করা হতে থাকে। তবে কে নায়ক আর কে ভিলেন তা নির্ধারণ করার মত সময় এখনও আসেনি। বহু বিতর্ক আর সমালোচনার পর স্যাম অল্টম্যান আবারো চ্যাটজিপিটির সিইও পদে ফিরে এসেছেন।
ওপেনএআই কম্পানির অর্ন্তঃদ্বন্দের ফলে একটি বিষয় সবার সামনে এসেছে, আর তা হল চ্যাটজিপিটির পরবর্তী এআই প্রযুক্তি। যতদূর জানা যায়, এই প্রযুক্তি বাস্তবায়িত হলে ভবিষ্যতে মানুষের নিয়ন্ত্রণ ছাড়াই কৃত্রিম বুদ্ধিমত্তা কাজ করতে সক্ষম হবে। যার অনেক ভালো দিক থাকলেও, এই প্রযুক্তি মানব সভ্যতার জন্য মারাত্নক হুমকি হিসেবে দেখা দিতে পারে।
ওপেনএআই সিইও স্যাম অল্টম্যানকে কেন বরখাস্ত করা হয়েছিল, মাত্র এক সপ্তাহের মাথায় আবারা কেনই বা তাকে স্বপদে বহাল করা হল এবং নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ভবিষ্যতে মানব জাতির উপর কেমন প্রভাব ফেলতে পারে, সে সম্পর্কে আলোচনা করা হবে কিকেনকিভাবে র এই পর্বে।

0:00 ওপেনএআই
1:29 সিইও বিতর্ক
2:58 নেপথ্য ঘটনা
4:39 প্রজেক্ট Q*
5:45 AGI এর দক্ষতা
7:32 AGI এর ভবিষ্যৎ


কিকেনকিভাবে র ফেসবুক পেইজেও নিয়মিত সকল ভিডিও প্রকািশিত হচ্ছে। কিকেনকিভাবে র ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে লাইক এবং ফলো করে আমাদের সাথে থাকুন।
ফেসবুক পেজ:   / kikenokivabe  

আমাদের কালো পিপড়া চ্যানেলে আবারো ভিডিও প্রকাশিত হচ্ছে। নতুন ভিডিও দেখুন: https://bit.ly/2YwLW6d

💡 সাবস্ক্রাইব করুন: https://goo.gl/sBmcKv
🔔বেল আইকন ক্লিক করুন🔔

💡 আমাদের ওয়েব সাইট ঘুরে আসুন:
▶ https://kikenokivabe.com/

⚠ এই ভিডিওতে প্রচারিত সকল তথ্য সংশ্লিষ্ট ওয়েবসাইট / বই / জার্নাল / ম্যাগাজিন / জাতীয় ও আর্ন্তজাতিক গণমাধ্যম / প্রামাণ্যচিত্র থেকে সংগৃহীত।

⚠ এই ভিডিওতে ব্যবহৃত কিছু ছবি প্রকৃত ব্যক্তি, ঘটনা, সময় বা স্থানকে উপস্থাপন করে না; দৃশ্যের শূণ্যতা পূরন করতে তা ব্যবহার করা হয়েছে।

⚠ এই ভিডিও ডাউনলোড করে, পুনরায় কোন ধরনের প্রচার মাধ্যমে বিতরণ করবেন না।

CONTACT US:
✉ email: [email protected]

Комментарии

Информация по комментариям в разработке