পাগলো বানাইলো। অসাধারণ সিলেটি ধামাইল গান। সুনামগঞ্জের তুলি দাসের মধুর কন্ঠে। Melodious dhamail song.

Описание к видео পাগলো বানাইলো। অসাধারণ সিলেটি ধামাইল গান। সুনামগঞ্জের তুলি দাসের মধুর কন্ঠে। Melodious dhamail song.

পাগলো বানাইলো। অসাধারণ সিলেটি ধামাইল গান।সুনামগঞ্জের তুলি দাসের মধুর কন্ঠে। Melodious dhamail song.

বর্তমানে আকাশ সংস্কৃতির আগ্রাসনে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী সেই ধামাইল গান। হিন্দি গানে পুরোপুরি মগ্ন তরুণ-যুবক-বৃদ্ধ আপামর নর-নারী। অথচ এই ভাটি অঞ্চলের গ্রামগুলো ছিল বাংলা লোকগানের ঐতিহ্যবাহী জনপদ।কত শিল্পী, সাধকের বিচরণক্ষেত্র ছিল ভাটি অঞ্চলের মাটি। এ কারণেই ভাটি অঞ্চলকে বলা হতো ‘সুরের জন্মভুমি’, কিন্তু নামের সেই মাহাত্ম্য হারিয়ে যাওয়ার পথে। এভাবে অবহেলা ও সংরক্ষণের অভাবে যাতে হারিয়ে না যায এই অঞ্চলের সমৃদ্ধ গানের প্রবহমান ধারা তাই Tapan Sharker নামের এই চ্যানেলটি কাজ করে যাচ্ছে।
আবহমান গ্রামবাংলার লোকজ ঐতিহ্য এই ধামাইল গান তৃণমূল থেকে সংগ্রহ করে এই চ্যানেল এর মাধ্যমে পরিবেশন করা হচ্ছে। যা ধামাইল প্রেমিদের দারুন ভাবে উৎসাহিত করছে আর লুপ্তপ্রায় এই লোকজ ঐতিহ্য বিকাশে বিশেষ ভূমিকা পালন করছে এবং বাংলাদেশের জনগনকে আরো একবার তাদের লোকজ সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেয়ার একটি সুযোগ সৃষ্টি হচ্ছে।
এই গানটি পরিবেশন করেন সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার তুলি ও তার দল।

Комментарии

Информация по комментариям в разработке