শান্তি কোথাও নাই - মারজুক রাসেল | Shanti Kothao Nai - Marzuk Russell Song

Описание к видео শান্তি কোথাও নাই - মারজুক রাসেল | Shanti Kothao Nai - Marzuk Russell Song

শান্তি কোথাও নাই - মারজুক রাসেলের গান | Shanti Kothao Nai - Marzuk Russell

শান্তিরও খোঁজেতে আমি,
শান্তিরও খোঁজেতে আমি
ঘুরিয়া বেড়াই।
শান্তি কোথাও নাই রে আমার,
শান্তি কোথাও নাই।
.
শান্তি ছিলো আমার বাড়ি,
বাড়ির পাশের নীলা মাঠে।
শান্তি ছিলো উঠান ভরা,
লাউয়ের আগায়, পুকুর ঘাটে।
শান্তি ছিলো আউশ, আমন।
শান্তি ছিলো আউশ, আমন,
ইরি, বোরো জমির ফলন।
শান্তি ছিলো পাকা ধানে।
পাকা ধানে, পাকা ধানে
মই কেন সে দিয়ে গেলো—
আজও বুঝি নাই।
.
শান্তি কোথাও নাই রে আমার,
শান্তি কোথাও নাই।
.
শান্তি ছিলো পাঠশালাতে,
ফটিক স্যারের বেত্রাঘাতে।
শান্তি ছিলো গোল্লাছুটে,
চড়ুইভাতি, সাপ লুডুতে।
শান্তি ছিলো মধুমতী।
শান্তি ছিলো মধুমতী,
জোয়ার-ভাটায় খেলার সাথী।
শান্তি ছিলো দস্যি মেয়ে।
দস্যি মেয়ে, দস্যি মেয়ে
পালকি চড়ে বলেছিলো—
পরের দেশে যাই।
.
শান্তি কোথাও নাই রে আমার,
শান্তি কোথাও নাই।

Комментарии

Информация по комментариям в разработке