🪔 পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন ও চুক্তির পক্ষে অবস্থান নিন - ব্যারিস্টার রাজা দেবাশীষ রায়

Описание к видео 🪔 পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন ও চুক্তির পক্ষে অবস্থান নিন - ব্যারিস্টার রাজা দেবাশীষ রায়

আমি আইন মন্ত্রীর সাথে বৈঠক করেছি। আমাদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মহোদয়ও ইদানিংকালে সাক্ষাৎ করেছেন বলে আমি শুনেছি। যাতে আইন মন্ত্রী মহোদয় পার্বত্য চট্টগ্রাম রেগুলেশনের পক্ষে অবস্থান নেওয়ার জন্য অ্যাটর্নি জেনারেলকে যথাযথ নির্দেশ ও পরামর্শ দেন। তবে এটা হচ্ছে কেবল সরকারের ভূমিকা। আপাতত: সরকারের অ্যাটর্নি জেনারেল বিজ্ঞ অ্যাটর্নি জেনারেলের সাথে পরামর্শ করে এই লিখিত বক্তব্য দিয়েছেন কিনা আমি জানি না। কিন্তু আমি বলবো যে এটা সরকার বিরোধী। সরকার চুক্তি করেছে, আঞ্চলিক পরিষদের সাথে আলোচনা না করে পার্বত্য চট্টগ্রাম বিরোধী কোন অবস্থান নিতে পারে না। তাহলে অ্যাটর্নি জেনারেল সরকার বিরোধী অবস্থান নিচ্ছেন, চুক্তি বিরোধী অবস্থান নিচ্ছেন।

➥ চাকমা সার্কেল প্রধান ব্যারিস্টার রাজা দেবাশীষ রায়
২১ জুন ২০২৪, সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক সম্মেলন
রাজদ্বীপ, রাঙ্গামাটি

▶️ ভিডিওতে আরো বিস্তারিত শুনুন । বক্তব্য- প্রথম অংশ (চলবে)
======================
PLEASE FOLLOW ME ON ✅
আমার ফেসবুক পেইজ -   / bktripurablog.chtbd  
আমার ইনস্টাগ্রাম –   / bktripura.cht  
আমার টুইটার -   / bktripuracht  

Комментарии

Информация по комментариям в разработке