Faridpur top tourist place_ফরিদপুর বীজ গবেষণা ইনস্টিটিউট।
আঞ্চলিক ও উপকেন্দ্রসমূহের মধ্যে সবচেয়ে পুরাতন কেন্দ্র ফরিদপুর। 1953 সাল থেকে বৃহত্তর ফরিদপুর ও বরিশাল অঞ্চলে পাট উৎপাদনে বিবিধ কলাকৌশল ও প্রযুক্তি উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ফরিদপুর পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্রটি ফরিদপুর-ঢাকা মহাসড়ক সংলগ্ন ফরিদপুর শহর থেকে 4 কি:মি: পশ্চিমে সদর উপজেলা কমপ্লেক্সের দক্ষিণ পাশে অবস্থিত।
বীজ কি : কৃষির মূল উপকরণ হচ্ছে বীজ। বীজ উদ্ভিদ জগতের ধারক ও বাহক। বীজই ফসল উৎপাদনে মুখ্য ভূমিকা পালন করে। সাধারণত আমাদের দেশের চাষিরা নিজ নিজ ফসলের অপেক্ষাকৃত ভালো অংশ পরবর্তী ফসলের বীজ হিসাবে ব্যবহার করে। কিন্তু একই বীজ থেকে বার বার চাষ করলে ফসলের ফলন অনেক হ্রাস পায়। তাই প্রায় ২-৩ বছর পর পর বীজ পরিবর্তন (Seed replacement) খুবই জরুরি।
বীজের সংজ্ঞা : বীজ বলতে আসলে অনেক কিছুই বোঝায়। ফসলের যে কোনো অংশ, দানা অথবা অঙ্গ যেটি অনুরূপ একটি ফসল পুনঃ উৎপাদনে সক্ষম তাকেই বীজ বলে অভিহিত করা যায়। বীজ উদ্ভিদের বংশ বিস্তারের মাধ্যম হিসেবে কাজ করে। উদ্ভিদতাত্ত্বিক বৈশিষ্টাবলি এবং কৃষি কাজের বৈচিত্র্যময় ব্যবহার অনুসারে বীজের সংজ্ঞা দু’রকম হতে পারে। প্রথমত, উদ্ভিদতত্ত্বানুসারে ফুলের পরাগরেণু দ্বারা ডিম্বক নিষিক্ত হবার পর পরিপক্ব ডিম্বককে বীজ বলে। যেমন : ধান, গম, পেঁপে বীজ। দ্বিতীয়ত, কৃষিতত্ত্বানুসারে গাছের যে অংশ বংশ বিস্তারের জন্য ব্যবহৃত হয় তাকেই বীজ বলে। যেমন- আলুর টিউবার, মিষ্টিআলুর লতা, কলার সাকার, কুলের কুঁড়ি, পাথরকুচির পাতা, বিভিন্ন ফুল গাছের শাখা-প্রশাখা ইত্যাদি।
Keywords
Faridpur top tourist place,Fv creator,travel video,bangladesh tourist spot,bangladesh tourist place,sjs traveling hunter,sjs islamic video,Top 10 Tourist Place in Faridpur,ফরিদপুরের সেরা ১০ পর্যটন কেন্দ্র,কবি জসিম উদ্দীনের,কবি জসিম উদ্দিনের বাড়ি,কবি জসিম উদ্দিনের কবিতা,গেরদা মসজিদ ফরিদপুর,আহসান মঞ্জিল,আহসান মঞ্জিলের ইতিহাস,শেখ রাসেল পার্ক ফরিদপুর,কানাইপুর শিকদার বাড়ি,কানাইপুর জমিদার বাড়ি,kanaipur Zomidar bari,gerda Mosjid,kobi Zosim uddin er,kobi jasim uddin er bari,ফরিদপুর বীজ গবেষণা ইনস্টিটিউট।
#fvcreator
#Faridpurtoptouristplace
#Faridpur
Информация по комментариям в разработке