আমরা মানুষের পাশে দাঁড়াই…

Описание к видео আমরা মানুষের পাশে দাঁড়াই…

#flood #floods #flooding #flood2024 #floodbangladesh #feni #news

স্মরণ কালের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে বাংলাদেশের ১১টি জেলা নিমজ্জিত ছিল। এদেশের মানুষের অকৃপণ সহযোগিতায় প্রিয় মাতৃভূমি আবারও স্বাভাবিক হতে শুরু করেছে। এবার বন্যা পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক তথা স্বাভাবিক জীবন চলমান করার জন্য কাজ করতে হবে। ইতিমধ্যেই অনেক ব্যাক্তি, সংগঠন ও প্রতিষ্ঠান তৈরি হয়ে আছেন পরবর্তী পদক্ষেপের জন্য। বন্যা পরিস্থিতির কারণে যারা বাসস্থান ও কাজ হারিয়েছেন তাদের পুনর্বাসনের জন্য। আমরা এ সকল ব্যাক্তি, সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এ যেন সত্যিই এক মাথা নত না করা বাংলাদেশ!

আমাদের সংগঠন বাংলাদেশ ম্যাচবক্স কালেক্টর্স ক্লাব, বিএমসিসি একটি ছোট্ট সংগঠন। ক্লাবের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি আমরা দেশের বিভিন্ন সামাজিক দায়বদ্ধতা ও প্রাকৃতিক দুর্যোগে যতটা সম্ভব ভূমিকা রাখার চেষ্টা করি। বিগত নয় বছর ধরে আমরা সম্পৃক্ত। এবারও তার ব্যাতিক্রম হয়নি। সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি এই দুর্যোগে মানুষের পাশে থাকতে। বিগত দু সপ্তাহ আমরা ফান্ড সংগ্রহ করেছি বিভিন্ন মাধ্যমে এবং আমরা নিজেরাও অংশ নিয়েছি। বিভিন্ন জেলার বন্যা পরিস্থিতি বিবেচনা করে লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার কিছু গ্রামকে আমরা সহযোগিতার জন্য নির্বাচন করি।

আমাদের এবারের ত্রান কার্যক্রম যৌথভাবে পরিচালনা করেছে বিএমসিসি এবং মিলেনিয়াম ফাউন্ডেশন। আমাদের পৃষ্ঠপোষকতা করেছে গুডম্যান ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আমি কৃতজ্ঞতা জানাই জেমস আঞ্জুস ও তার প্রতিষ্ঠান দি খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ কে, যারা আমাদের জায়গা দিয়ে সাহায্য করেছেন। তাদের সাহায্য ছাড়া আমাদের এত প্যাকেটিং সম্ভব হতোনা। আমি ধন্যবাদ জানাই শফিকুল ইসলাম, দীপক সাহা, অঞ্জন বণিক, রনি রায়, বিরাজ সাহা ও টনি সাহাকে যারা অনেক ব্যাস্ততার মাঝেও এসে আমাদের টিমকে সাহায্য করেছেন উৎসাহ দিয়েছেন। নাস্তা দিয়েছেন আমাদের। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই জনাব মিজান স্যারকে (সহঃ প্রধান শিক্ষক) মোল্যার হাট হাই স্কুল, রায়পুর উপজেলা। যার নেতৃত্বে রায়পুরের তরুণ ভাইয়েয়া আমাদের সাথে কাজ করেছেন। এই তরুণ ভাইয়েরা আমাদের পাশে না থাকলে এত কাজ করা আমাদের পক্ষে সম্ভব হতোনা। ফেসবুকে আমার বন্ধু তালিকার ১১জন বন্ধু আমাদের অর্থনৈতিক ভাবে সাহায্য করেছেন। তাদের সাহায্য অবশ্যই আমাদের অনেকটা এগিয়ে নিয়ে গেছে। বিনম্র শ্রদ্ধা জানাই জনাব আক্কাচ উদ্দিন মোল্লা ও জনাব মোহাম্মদ মজনু মোল্লাহ ভাইকে যাদের আমরা মেন্টর ভাবি। যথারীতি তারা আমাদের পাশে ছিলেন। আমাদের আর একজন নেপথ্য চরিত্র রাসেল রহমান শিমুল, মহাসচিব, বিএমসিসি। শিমুলের আম্মুর অপারেশন হয়েছে। এই অবস্থাতেও এই ত্রানের আয়োজন এবং ফান্ড জোগাড় করেছেন পাশাপাশি। আমরা ট্রাকে ওঠার আগ মুহুর্ত পর্যন্ত আমাদের সাথে ছিলেন। প্রতিটি মুহুর্তেই আমাদের খোঁজ নিয়েছেন মুঠোফোনে। শিমুলের প্রতি অশেষ কৃতজ্ঞতা।
আমরা মানবতার ফেরিওয়ালা নই। আমরা মানুষের পাশে দাঁড়াই।
ধন্যবাদ।
সাকিল হক প্রেসিডেন্ট, বিএমসিসি

Комментарии

Информация по комментариям в разработке