চেক ডিজঅনার মামলা । ব্ল্যাংক চেক দেওয়ার ঝুঁকি । জেল-জরিমানার ভয়

Описание к видео চেক ডিজঅনার মামলা । ব্ল্যাংক চেক দেওয়ার ঝুঁকি । জেল-জরিমানার ভয়

চেক ডিজঅনার মামলা (গুরুত্বপূর্ণ)

আমরা প্রায়ই শুনে থাকি চেক ডিজঅনার মামলায় জেল হয়েছে। চেক ডিজঅনার বিষয়টা কী তা অনেকেই জানে না, কিন্তু অজ্ঞতাবসত অনেকেই এই মামলার আসামি হয়ে যেতে পারে এবং শাস্তি পেতে পারে!

চেক ডিজঅনার কী?
- আমরা লেনদেন করার সময় ব্যাংকের চেক দিয়ে থাকি। ধরুন আমার কাছে কেউ পাঁচ হাজার টাকা পায়। আমি তাকে পাঁচ হাজার টাকার একটি চেক দিলাম। এখন সে লোক ব্যাংকে টাকা তুলতে গেলে যদি দেখে আমার একাউন্টে টাকা নাই তাহলে তার চেক ডিজঅনার হবে। এটাই হলো চেক ডিজঅনার। এর কারণে যে মামলা হবে সেটাই চেক ডিজঅনার মামলা।

এখন এই লোক আমার বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা করতে পারবে। এতে সে মূল টাকা সহ ক্ষতিপূরণও চাইতে পারে। এছাড়া প্রতারণার বিষয়েও মামলা করতে পারে!

আমরা প্রায়ই পাওনাদারদের খালি চেক স্বাক্ষর করে দিই। ধরুন কেউ আপনার কাছে এক লাখ টাকা পায়। আপনি তাকে একটা খালি চেক দিয়ে বললেন টাকা তুলে নিতে। আপনার একাউন্টে এক লাখ টাকা আছে। এখন পাওনাদার যদি পাঁচ লাখ টাকা চেক এ লিখে ব্যাংকে দেয় তাহলে তার চেক ডিজঅনার হবে। সে আপনার বিরুদ্ধে মামলা করতে পারবে!

এক ধরণের চালাক মানুষ এখন খালি চেক নিয়ে মানুষকে জিম্মিও করছে। ব্যবসা বা ঋণ দেওয়ার সময় অর্ধ শিক্ষিত বা অশিক্ষিত লোকদের থেকে খালি চেক নিয়ে রাখছে। পরে এর ভয় দেখিয়ে তাদেরকে ঠকাচ্ছে!

তাই, নিম্নোক্ত বিষয়গুলো খেয়াল রাখবেন-

1. কাউকে চেক দিলে টাকার অংক লিখে দিবেন। কোন কাজেই খালি চেক দিবেন না।

2. যত টাকার চেক দিচ্ছেন তত টাকা একাউন্টে আছে কিনা নিশ্চিত হয়ে নিবেন।

3. কাউকে বড় অংকের চেক দিলে ব্যাংকে জানিয়ে রাখবেন।

4. চেক বই যত্নে রাখবেন। কোন কারণে হারিয়ে গেলে তত্ক্ষণাত্ ব্যাংককে জানাবেন।

আমি সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার ছিলাম। তাই জনসচেতনতায় অভিজ্ঞতা শেয়ার করেছি।

#blankcheque #bank #money

Комментарии

Информация по комментариям в разработке