উৎসে মূসক কর্তানকারী সত্তা বা সরবারহগ্রহীতা মূসক নিবন্ধিত না হইলে করণীয়

Описание к видео উৎসে মূসক কর্তানকারী সত্তা বা সরবারহগ্রহীতা মূসক নিবন্ধিত না হইলে করণীয়

উৎসে মূসক কর্তানকারী সত্তা বা সরবারহগ্রহীতা মূসক নিবন্ধিত না হইলে করণীয়
VAT deduction at source VDS উৎসে মূসক কর্তনকারীর করণীয়
এস.আর.ও নং-১৪৯-আইন/২০২০/১১০-মূসক।
৬। উৎসে মূসক কর্তনকারীর করণীয়।–
(১) সরবরাহকারী ১[***] কর চালানপত্র (ফরম মূসক-৬.৩) জারি না করিলে, উৎসে কর কর্তনকারী সত্তা সরবরাহকারীর নিকট হইতে কোনো সরবরাহ গ্রহন করিবে না এবং সরবরাহকারীকে উক্ত সরবরাহের বিপরীতে কোনো মূল্য পরিশোধ করিবে না।

(২) উৎসে মূসক কর্তনকারী সত্তা বা সরবরাহগ্রহীতা নিবন্ধিত হইলে------
(ক) পণ পরিশোধের ১৫ (পনেরো) দিনের মধ্যে উৎসে কর্তিত মূসক নির্ধারিত অর্থনৈতিক কোডে সরকারি কোষাগারে ট্রেজারি চালানের মাধ্যমে জমা প্রদান করিবেন:
(খ) উৎসে কর্তন মূসক সংশ্লিষ্ট কর মেয়াদের দাখিলপত্রে বৃদ্ধিকরী সম্বনয় কারিবেন ও নিট প্রদেয় করের বিপরীতে ট্রেজারী চালানের
মাধ্যমে জমাকৃত উৎসে কর্তিত মূসক সমন্বয়পূর্বক অবশিষ্ট অর্থ, যদি থাকে, নির্ধারিত অর্থনৈতিক কোডে সরকারি কোষাগারে জমা করিবেন;
(গ) উৎসে মূসক কর্তনের ৩ (তিন) কার্যদিবসের মধ্যে ফরম মূসক-৬.৬ এ তিন প্রস্থে উৎসে কর কর্তন সনদপএ ইস্যু করিয়া উহার মূলকপি ও ট্রেজারি চালানের মূলকপি সংশ্লিষ্ট মূসক সার্কেলে দখিল করিবেন, একটি অনুলিপি সরবারহকারীকে প্রদান করিবেন এবং একটি অনুলিপি ৫ (পাঁচ) বৎসর পর্যন্ত সংরক্ষণ করিবেন। প্রতিস্থাপিত ১২৭-মুসক তারিখঃ ০৯.১২.২০২০ দ্বারা)

(৩) উৎসে মূসক কর্তানকারী সত্তা বা সরবারহগ্রহীতা মূসক নিবন্ধিত না হইলে
সরবারহকারীকে পণ পরিশোধের ১৫ (পনেরো) দিনের মধ্যে উৎসে কর্তিত মূসক নির্ধারিত অর্থনৈতিক কোডে সরকারী কোষাগারে জমা প্রদানপূর্বক ৩ (তিন) কার্যদিবসের মধ্যে ফরম মূসক-৬.৬ এ তিন প্রস্থে উৎসে কর কর্তন সনদপএ ইস্যু করিয়া উহার মূল কপি ও ট্রেজারি চালানের মূলকপি সংশ্লিষ্ট মূসক সার্কেলে দাখিল করিবেনে একটি অনুলিপি সরবরাহকারীকে প্রদান করিবেন এবং একটি অনুলিপি ৫ (পাঁচ) বৎসর সংরক্ষণ করিবেন। প্রতিস্থাপিত ১২৭-মুসক তারিখঃ ০৯.১২.২০২০ দ্বারা)

Комментарии

Информация по комментариям в разработке