ইস্তেখারা/ইস্তিখারা নামাজের দোয়া Dua of Istikhara Namaz, Soothing Recitation by Omar Hisham Al Arabi

Описание к видео ইস্তেখারা/ইস্তিখারা নামাজের দোয়া Dua of Istikhara Namaz, Soothing Recitation by Omar Hisham Al Arabi

ইস্তেখারা/ইস্তিখারা নামাজের দোয়া Dua of Istikhara Namaz, Soothing Recitation by Omar Hisham Al Arabi

 ইস্তেখারার দোয়া
কোন কাজে ভালো মন্দ বুঝতে না পারলে, মনে ঠিক-বেঠিক, উচিত-অনুচিত বা লাভ-নোকসানের দ্বন্দ্ব হলে আল্লাহর নিকট মঙ্গল প্রার্থনা করতে দুই রাকআত নফল নামায পড়ে নিম্নের দুআ পঠনীয়।
اللَّهُمَّ إِنِّي أَسْتَخِيرُكَ بِعِلْمِكَ ، وَأَسْتَعِينُكَ بِقُدْرَتِكَ ، وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظِيمِ ، فَإِنَّكَ تَقْدِرُ وَلا أَقْدِرُ ، وَتَعْلَمُ وَلا أَعْلَمُ وَأَنْتَ عَلامُ الْغُيُوبِ ، اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الأَمْرَ () خَيْرٌ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي وَعَاجِلِهِ وَآجِلِهِ ، فَاقْدُرْهُ لِي وَيَسِّرْهُ لِي ثُمَّ بَارِكْ لِي فِيهِ وَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الأَمْرَ شَرٌّ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي وَعَاجِلِهِ وَآجِلِهِ فَاصْرِفْهُ عَنِّي ، وَاصْرِفْنِي عَنْهُ ، وَاقْدُرْ لِيَ الْخَيْرَ حَيْثُ كَانَ ، ثُمَّ رَضِّنِي بِهِ
আল্লা-হুম্মা ইন্নী আস্‌তাখীরুকা বিইলমিকা অ আস্‌তাক্‌দিরুকা বি কুদরাতিকা অ আসআলুকা মিন ফায্বলিকাল আযীম, ফাইন্নাকা তাক্‌দিরু অলা আক্‌দিরু অতা’লামু অলা আ’লামু অ আন্তা আল্লা-মুল গুয়ূব। আল্লা-হুম্মা ইন কুন্তা তালামু আন্না হা-যাল আমরা ( ) খাইরুল লী ফী দীনী অ মাআ’শী অ আ’কিবাতি আমরী অ আ’-জিলিহী অ আ-জিলিহ, ফাক্‌দুরহু লী, অ য়্যাসসিরহু লী, সুম্মা বা-রিক লী ফীহ। অ ইন কুন্তা তা'লামু আন্না হা-যাল আমরা শাররুল লী ফী দীনী অ মাআ’শী অ আ’-কিবাতি আমরী অ আ’-জিলিহী অ আ-জিলিহ, ফাস্বরিফহু আন্নী অস্বরিফনী আনহু, অক্বদুর লিয়াল খাইরা হাইসু কা-না সুম্মা রায্বযিনী বিহ।

হে আল্লাহ! নিশ্চয় আমি তোমার নিকট তোমার ইলমের সাথে মঙ্গল প্রার্থনা করছি। তোমার কুদরতের সাথে শক্তি প্রার্থনা করছি এবং তোমার বিরাট অনুগ্রহ থেকে ভিক্ষা যাচনা করছি। কেননা, তুমি শক্তি রাখ, আমি শক্তি রাখি না। তুমি জান, আমি জানি না এবং তুমি অদৃশ্যের পরিজ্ঞাতা। হে আল্লাহ! যদি তুমি এই ( ) কাজ আমার জন্য আমার দ্বীন, দুনিয়া, জীবন এবং কাজের বিলম্বিত ও অবিলম্বিত পরিণামে ভালো জান, তাহলে তা আমার জন্য নির্ধারিত ও সহজ করে দাও। অতঃপর তাতে আমার জন্য বৰ্কত দান কর। আর যদি তুমি এই কাজ আমার জন্য আমার দ্বীন, দুনিয়া, জীবন এবং কাজের বিলম্বিত ও অবিলম্বিত পরিণামে মন্দ জান, তাহলে তা আমার নিকট থেকে ফিরিয়ে নাও এবং আমাকে ওর নিকট থেকে সরিয়ে দাও। আর যেখানেই হোক মঙ্গল আমার জন্য বাস্তবায়িত কর, অতঃপর তাতে আমার মনকে পরিতুষ্ট করে দাও।

প্রথমে (هَذَا الأَمْرَ) ‘হা-যাল আমরা এর স্থলে বা পরে কাজের নাম নিতে হবে অথবা মনে মনে সেই জ্ঞাতব্য বিষয়ের প্রতি ইঙ্গিত করতে হবে।

সে ব্যক্তি কর্মে কোনদিন লাঞ্ছিত হয় না, যে আল্লাহর নিকট তাতে মঙ্গল প্রার্থনা করে, অভিজ্ঞদের নিকট পরামর্শ গ্রহণ করে এবং ভালো-মন্দ বিচার করার পর কর্ম করে। (বুখারী ৭/ ১৬২, আবু দাউদ ২/৮৯, তিরমিযী ২/৩৫৫, আহমাদ ৩/৩৪৪)।

ইস্তেখারার নামাজের নিয়ম ও দোয়া
মানুষ কল্যাণ-অকল্যাণ সম্পর্কে জানে না। তাই নতুন কোনো কাজ শুরু করার আগে ইস্তেখারা করতে হয়। ইস্তেখারা আরবি শব্দ। আভিধানিক অর্থ- কোনো জিনিসের ক্ষেত্রে কল্যাণ কামনা করা। আপনার যদি কোনো কাজ করার ইচ্ছা হয়, আর কাজটি আপনার জন্য কল্যাণকর নাকি বিপজ্জনক এ বিষয়ে মহান আল্লাহর কাছ থেকে পরামর্শ চাওয়াকেই ইস্তেখারা বলে।

ইস্তেখারা করার বিধান
ইসলামের নির্দেশনা হলো, যে কোনো নতুন কাজ শুরু করার আগে ইস্তেখারা করে নেয়া। আর কোনো কাজ করতে গিয়ে যদি কেউ দ্বিধায় পড়ে যায়; তবে সঠিক সিদ্ধান্ত নিতে ইস্তেখারা করার বিকল্প নেই। সুন্নাতের অনুসরণে ইস্তেখারা করলে মহান আল্লাহ তাআলা বান্দাকে সঠিক সিদ্ধান্ত গ্রহণের ইঙ্গিত প্রদান করেন। ইস্তেখারা করা সুন্নাত। প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গুরুত্বসহকারে ইস্তেখারা করার বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন। 

ইস্তেখারার নামাজের নিয়ম 
ইস্তেখারার নামাজের নিয়ম- দুই রাকাত নামাজ পড়বে। তারপর নামাজ শেষে আল্লাহর প্রশংসা করবে অর্থাৎ আল্লাহর হামদ পড়বে তারপর নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ পড়বে। তারপর ইস্তেখারার দোয়া পড়বে। 

ইস্তেখারার শর্ত 
১. নিয়্যাত করা (মনে মনে)।
২. প্রয়োজনীয় সকল চেষ্টা করা। অর্থাৎ ওয়াসিলা গ্রহণ করা।
৩. আল্লাহর হুকুমে খুশি থাকা।
৪. শুধু হালাল কিংবা বৈধ বিষয়ে ইস্তেখারা করা।
৫. তাওবা করা, অন্যায় কিছু গ্রহণ না করা, হারাম উপার্জন না করা, হারাম খাবার ভক্ষণ না করা।
৬. যে বিষয়গুলোর নিয়ন্ত্রণ নিজ হাতে অর্থাৎ বিষয়টি তার ইচ্ছার অধীনে সেসব বিষয়ে ইস্তেখারা না করা। 

কোনো কাজে ভালো মন্দ বুঝতে না পারলে, মনে ঠিক-বেঠিক, উচিত-অনুচিত বা লাভ-লোকসানের দ্বন্দ্ব তৈরি হলে আল্লাহর নিকট মঙ্গল প্রার্থনা করতে দুই রাকাত নফল নামাজ পড়ে নিম্নের দোয়া পাঠ করতে হবে।
ইস্তিখারার সংক্ষিপ্ত পদ্ধতি 
অনেক সময় তো দ্রুত সিদ্ধান্ত নেয়ার প্রয়োজন হয়। উপরোক্ত পদ্ধতিতে ইস্তিখারা করার সময় ও সুযোগ পাওয়া যায় না। এমন পরিস্থিতিতে একটি সংক্ষিপ্ত দোয়া নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন।
দোয়াটি
اللّهُمّ خِرْ لِي وَاخْتَرْ لِي
আল্লাহুম্মা খিরলি ওয়াখতারলি অর্থ: হে আল্লাহ! আমাকে কল্যাণ দান করুন এবং আমার জন্য আপনিই কোন বিষয়টি অবলম্বন করা উচিত তা নির্বাচন করে দিন।
এমন আরেকটি দোয়া
اللّهُمّ أَلْهِمْنِي رُشْدِي وَأَعِذْنِي مِنْ شَرِّ نَفْسِي
আল্লাহুম্মা আলহিমনি রুশদি ওয়াআয়িজনি মিন শাররি নাফসি। অর্থ: হে আল্লাহ! আমার অন্তরে সঠিক পথের ইলহাম করুন এবং নফসের মন্দত্ব থেকে আমাকে রক্ষা করুন।

#istikharakidua #istikharah #istikharadua #istikhara #duas #duarecitation #duaa #dua #doa #namaj #namaz #namazquotes #নামাজ #নামায #নামাজের #নামাজের_নিয়ত #ইস্তিখারা_নামাজ #দোয়া #দোয়া_ও_আমল #দোয়াওআমল #ওমর #ওমর_হিশাম_আল_আরাবি #omarhishamalarabi #omarhisham #salat #salah #সালাত

Subscribe Now 🟣‪@divinelawofalmightyallah‬

Комментарии

Информация по комментариям в разработке