Cantharis the miracle medicine for urine problem || প্রস্রাবের জ্বালায় জাদু শক্তি || Dr SP Goswami

Описание к видео Cantharis the miracle medicine for urine problem || প্রস্রাবের জ্বালায় জাদু শক্তি || Dr SP Goswami

Cantharis the miracle medicine for urine problem || প্রস্রাবের জ্বালায় জাদু শক্তি || Dr SP Goswami

সুধী দর্শক মণ্ডলী, আজ আমি এই ভিডিওতে এমন একটি ঔষধ নিয়ে আলোচনা করব যার গুণাগুণ সত্যি অসাধারন। এই ঔষধটি ইশ্বরের আশীর্বাদ ছাড়া কিছু নয়। স্পেন দেশের এক প্রকার ছোট ছোট মাছির দেহ থেকে বিভিন্ন উপাদান সংগ্রহ এই ঔষধটি তৈরি করা হয়। তাই অন্যান্য ঔষধের তুলনায় এর দাম প্রায় তিন গুণ বেশি। এই cantharis ঔষধের ফলাফল একপ্রকার গ্যারান্টি যুক্ত। প্রস্রাবের জ্বালা কমাতে বিশ্বে এর চেয়ে ভালো ঔষধ প্রায় নেই। তবে লক্ষণ ভিত্তিতে আরো অনেক ঔষধ রয়েছে। তাহলেও এটিকে সেরা বলা চলে।
আরো বিস্তারিত জানতে ফেইসবুকে প্রবেশ করুন।
  / dr.goswami355  
আপনি আমার অন্যান্য ভিডিও দেখতে চাইলে আপনি সরাসরি আমার চ্যানেলে প্রবেশ করে দেখে নিতে পারেন।
   / @tripura5151  

এছাড়া আপনি যদি আপনার অন্য কোন রোগের চিকিৎসার জন্যে আমার সাথে আলোচনা করে পরামর্শ নিতে চান তাহলে এই whatsapp নাম্বারে আপনার নাম বয়স এবং কিসের জন্যে চিকিৎসা করতে চান সেটা বুঝিয়ে লিখে ম্যাসেজ করুন। যথাসময়ে বুকিংয়ের জন্যে আপনাকে ম্যাসেজ পাঠানো হবে।
whatsapp: +91 8730048904

cantharis ঔষধটি কি ভাবে খেতে হয়:
প্রস্রাবের জ্বালা যন্ত্রনায় cantharis mother tincture কিনবেন।
আধ কাপ জলে দশ ফোঁটা মিশিয়ে দিনে তিন বার সকাল দুপুর বিকালে দুদিন খাবেন। অবশ্যই জ্বালা কমে স্বাভাবিক প্রস্রাব হবে।
দেহের চামড়া পুড়ে গেলে একই নিয়মে মাদার টিঞ্চার খাবেন এবং চামড়ায় এক্সটার্নাল ব্যবহার অর্থাৎ লাগতেও পারেন।

Комментарии

Информация по комментариям в разработке