সেরা সেরা জবা গাছ বানাতে চাইলে তনুপমের এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য//Hibiscus plant care//

Описание к видео সেরা সেরা জবা গাছ বানাতে চাইলে তনুপমের এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য//Hibiscus plant care//

#Bangalore_variety_Hibiscus #Australian_variety_hibiscus #Pune_variety_hibiscus

Easy to grow all type Hibiscus plant.
সহজ পদ্ধতিতে জবা গাছ করছেন, হুগলির তনুপম
তার বাড়ি শুধুমাত্র জবা দিয়ে ভরানো।
মাটিতে হোক বা টবের মধ্যে যদি কি আপনারা তাকাবেন শুধু জবাই দেখতে পাবেন।

সে গাছের পরিচর্যা ও তেমন নয় নরল আর পাঁচটা গাছের মতন পরিচর্যা করেন তিনি। তবে ভালো কাজ করার জন্য বদ্ধপরিকর।

আমরা বহু ভিডিও এমন দেখেছি যেখানে শুধুমাত্র জবা গাছ নিয়ে চর্চা করা হয় তবে সবাই সবটা তুলে ধরে না বা বলার চেষ্টা করে না।

এই ভিডিওতে সব কিছু বলা হয়েছে ও শেষে লিখে দেওয়া হয়েছে যাতে আপনাদের বুঝতে কোন রকম অসুবিধা না হয়।

তবে একটু খাটতে হয় জবা গাছের তার কারণ ভালো কাজ করতে গেলে এইটুকু তো আমাদের করতেই হবে।
রোজ দুপুর একটায় নতুন কিছু থাকে আপনাদের জন্য ভালভা গান করুন ও রোজ আপনাদের চ্যানেলের সঙ্গে থাকুন।

Комментарии

Информация по комментариям в разработке