পরিবারের সকল সদস্যকে সঙ্গে নিয়ে বাবলী দির ছোট্ট সাধের ছাদ বাগান পরিদর্শন/Garden overview/

Описание к видео পরিবারের সকল সদস্যকে সঙ্গে নিয়ে বাবলী দির ছোট্ট সাধের ছাদ বাগান পরিদর্শন/Garden overview/

#beautiful_rooftop_Garden

বাগান শ্বশুরমশাইয়ের ছিল বাড়িতে আর কেউ সেইভাবে বাগান করতেন না,
সেই বাগান চলে এলো নতুন বৌমার হাতে, সে আগে থেকেই বাগান করা আলাদা একটা শখ ছিল সেটাকে খুব সুন্দর ভাবে কাজে লাগিয়ে দিল।
খুব ছোট্ট ছাদের একটা অংশে ধীরে ধীরে যত সহজে কাজ করা যায় সেই সমস্ত গাছগুলিকে দিয়ে নয়ন তারা সাধারণ দেশি জবা দেশি গাধা এগুলো দিয়ে পরিচর্যা চলতে থাকলো।
কিছু কিছু ছোটখাট টিপস তারা তাদের নিজের চ্যানেল থেকে নিতে থাকে সুন্দরভাবে একটা ছাদ বাগান করার চেষ্টা।
আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে চেষ্টা করি যে যারা কত সহজে শখের বাগান করে তাদেরকে তুলে ধরা উনাকে দেখে আরো পাঁচটা মানুষ এগিয়ে আসে ছাদে বাগান করার জন্য কারণ জমিতে বাগান করার মতন জায়গা ধীরে ধীরে ধীরে ধীরে কমে আসছে তাই আমাদের কাজ গুলো রেখে সেখানে সুন্দরভাবে কিছু কিছু সবজি কিছু কিছু বল কিছু কিছু ফুল সবাই মিলে যদি আমরা চেষ্টা করি তাহলে খুব সহজেই করা যেতে পারে।


যারা যারা ছাদে বাগান করে না তাদেরকে এই ভিডিওগুলো একটু শেয়ার করুন যে সহজে বাগান করা সম্ভব যদি আপনারা একটু চেষ্টা করেন তাহলে অবশ্যই সফলতার দরজা দেখতে পাবেন আপনিও।

এছাড়া রোজ দুপুর একটায় নতুন ভিডিও আছে আপনাদের জন্য একটু ফলো করলে ভালো বাগান হবেই হবে।

Комментарии

Информация по комментариям в разработке