জীবন রহস্যঃ - ২২ - প্রার্থনার গোপন-সূত্রঃ THE SECRET OF LIFE - PRAY TO GOD SSPF

Описание к видео জীবন রহস্যঃ - ২২ - প্রার্থনার গোপন-সূত্রঃ THE SECRET OF LIFE - PRAY TO GOD SSPF

আপনি যদি কিছুটা সময়, নির্জনে-নিভৃতে ধ্যানমগ্ন হয়ে প্রার্থনা করেন, তবে আপনার আত্মা, মন এবং শরীর আপনার সেই প্রার্থনা অনুযায়ী স্পন্দিত হতে থাকবে। এমন নয়, যে আপনি একবার একদিন প্রার্থনা করলেন, আর অমনি আপনার মধ্যে অলৌকিক কিছু ঘটে গেলো তা নয়। কিন্তু আপনার নিরন্তর ঐকান্তিক প্রার্থনা, আপনার শরীরের মধ্যে যে স্পন্দন তুলবে, তা আপনাকে একটা একতানতায় পৌঁছে দেবে। দেখুন, ঢাক, ঢোল, বাঁশি, কাঁসর-রূপ জীবনের উপাদান সব সময় আপনার শরীরকে আন্দোলিত করছে। সেই বাজনার মধ্যে কোনো সাযুজ্য না থাকার জন্য, আপনার মধ্যে বিরক্তি উৎপাদন হচ্ছে, কিন্তু যখন এর মধ্যে একটা একতানতা দেখা দেবে, তখন সেই একই ধ্বনি, মধুর সুরে পরিণত হতে পারে। প্রার্থনা এই কাজটিই করে থাকে। অর্থাৎ শরীর-মন-আত্মার মধ্যে একটা একমুখী গতি, আপনার জীবনধারাকে আনন্দ ধারায় বইয়ে দিতে পারে। প্রার্থনার মাধ্যমে আপনার মধ্যে আত্মবিশ্বাস, নিজের পায়ে দাঁড়াবার শক্তি উজ্জীবিত হবে।
দেখুন, ভগবান কিছু করেন না - তিনি আপনাকে দিয়েই সবকিছু করিয়ে থাকেন। আবার ও সত্যি, যে আপনার কোনো শক্তি নেই কিছু করবার। ঈশ্বরের শক্তিই আপনার সমস্ত কাজ, এমনকি চিন্তা করবার শক্তি যোগাচ্ছে । তাই প্রার্থনা হচ্ছে এই শক্তির জাগরণ । অর্থাৎ আপনার ভিতরে যে ঈশ্বরীয় শক্তি আছে, তাকে স্মরণ করা, তাকে জাগিয়ে তোলা। একটা জিনিস জানবেন, বাইরে থেকে কোনো শক্তি এসে, আপনার সাহায্য করবে, এমন ভাবার কোনো কারন নেই। আপনি যখন, পরামর্শের জন্য, আপনি যখন প্রেম-ভালোবাসার জন্য, আপনি যখন স্ব-নির্ভরতার জন্য, আত্মশক্তির কাছে প্রার্থনা করবেন, অর্থাৎ যার প্রতি আপনি ধ্যান দেবেন, সেই মুহূর্তেই সেই শক্তি আপনার ভিতরে জাগ্রত হতে শুরু করবে। প্রার্থনা হচ্ছে, মনের ধ্বনি, মনের ডাক। এটি তখনি কার্যকরী হয়ে উঠতে পারে, যখন আপনি আপনার আত্মশক্তি ও ঐশ্বরিক শক্তিকে একত্রিত করতে পারবেন। বারবার শুভ প্রার্থনা, আপনার ভিতরে শুভ শক্তিকে কার্যকরী রূপ দিতে উদগ্রীব হবে। শুভ কামনা আপনার যত বাড়তে থাকবে, অশুভ কামনা আপনার কাছ থেকে তত দূরে চলে যেতে থাকবে।
দেখুন, আমরা জন্ম-জন্মান্তর থেকে অনেক দুঃখের স্বীকার হয়েছি। আর এর ফলে আমাদের মধ্যে রাগ, দ্বেষ, হিংসা জমাট বেঁধে আছে। এগুলোকে দূর করবার জন্য, আমাদের প্রার্থনা করতে হবে, নিজের মধ্যে প্রেম-ভালোবাসা জাগিয়ে তোলাই প্রার্থনার কাজ । প্রার্থনা তখনই বেশি কার্যকরী হয়ে উঠতে পারেন, যখন আপনার প্রার্থনা মধ্যে একটা ধারাবাহিকতা থাকবে, ঐকান্তিকতা, থাকবে দৃঢ় বিশ্বাস, আর অসীম ধৈর্য্য থাকবে ।

SASANKA SEKHAR PEACE FOUNDATION - ETERNAL PEACE SEEKER

Комментарии

Информация по комментариям в разработке