দুর্বাসা মুনির অভিশাপে শকুন্তলা । মহাভারত।durbasha Rishir ovisap.

Описание к видео দুর্বাসা মুনির অভিশাপে শকুন্তলা । মহাভারত।durbasha Rishir ovisap.

দুর্বাসা মুনির অভিশাপে শকুন্তলা ।শকুন্তলা ও রাজা দুষ্যন্ত।দুষ্যন্ত ও শকুন্তলা।#durbasamunirovisap#dubasamunirovisapesakuntola#dusyantoosakuntala#mahabharat #viral #youtube #ppeducationchannel#
অপ্সরা মেনকা ও বিশ্বামিত্রের কন্যা শকুন্তলাকে কন্ব মুনি লালন পালন করেন।সখি প্রিয়ংবদা ও অনসূয়ার সঙ্গে শকুন্তলা বড় হয়।16বছর বয়সে রাজা দুষ্যন্তের সঙ্গে দেখা হয়।তার পর প্রেম ও গান্ধর্ব মতে বিবাহ হয়।রাজা দুষ্যন্ত একটি আঙটি দিয়ে রথ পাঠাবে নিতে,বলে চলে যান। দুর্বাসা মুনি আশ্রমে এলে অতিথি সৎকার না করায়,সে শকুন্তলাকে অভিশাপ করেন।যার চিন্তায় শকুন্তলা মগ্ন থেকে তাঁকে অবহেলা করে সে তাকে চিনতে পারবে না।কন্ব মুনি বিবাহের কথা জানতে পেরে কন্যাকে হস্তিনাপুর দুষ্যন্তের কাছে পাঠিয়ে দেয়। দুর্বাসার অভিশাপে রাজা তাঁকে চিনতে পারে না।তাড়িয়ে দেয়।মেনকার সখি সানুমতী শকুন্তলাকে নিয়ে মারীচের আশ্রমে রেখে আসেন।তার পর রাজা দুষ্যন্ত ইন্দ্রলোকে অসুরদের বিনাশ করে, ফেরার সময় মারীচের আশ্রমে গেলে শকুন্তলার পুত্র ভরত কে দেখে মুগ্ধ হয়ে তার পরিচয় জানতে চাইলে, জানতে পারেন ভরত তার ও শকুন্তলার পুত্র।তখন পত্নী ও পুত্রকে নিয়ে রাজ্যে ফিরে শকুন্তলা কে মহারানী ও পুত্র ভরত কে যুবরাজ ঘোষনা করেন।

Комментарии

Информация по комментариям в разработке