“তোমাতে ডুবে যেতে চাই বলেই তো আজও সাঁতার শিখিনি |” প্রেম নিয়ে আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা |

Описание к видео “তোমাতে ডুবে যেতে চাই বলেই তো আজও সাঁতার শিখিনি |” প্রেম নিয়ে আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা |

জনপ্রিয়, নন্দিত, বরেণ্য আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা’র সাথে প্রেম নিয়ে আলাপচারিতা।
আলাপচারিতায় : নাজমুল আহসান

…………………………………………………

কারও মুখোশ খোলার উপায় তার সাথে প্রেম করা। -শিমুল মুস্তাফা

অস্বচ্ছল মানুষ ভালো প্রেমিক হয়
কিন্তু প্রেমের সখ্যতা স্বচ্ছলতার সাথেই। -শিমুল মুস্তাফা

তোমাতে ডুবে যেতে চাই বলেই তো
আজও সাঁতার শিখিনি। -শিমুল মুস্তাফা

একবার শুধু কবিতা হয়ে এসে দেখো
গোটা জীবন আবৃত্তি করবো তোমাকে। -শিমুল মুস্তাফা

........................................................................

মানবিক জীবনে বড়ো বেশী প্রয়োজন শিল্প সাহিত্য সংস্কৃতি সৃজনশীলতার সাহচর্য। বোধ ও মননে, পরিশীলিত পরিমার্জিত সুন্দর জীবনের সমন্বয় সাধনে প্রাত্যহিকতায় এই চর্চার যেমন কোনো বিকল্প নেই ঠিক তেমনি ভাবে শিল্প সাহিত্য সংস্কৃতির শুদ্ধ চর্চায়, মনন বিকাশে এবং সমাজে এই সত্যসুন্দরের অনুভবটুকু সামনে রেখে- ভাবনা এবং কল্পনার ভুবনটিকে উসকে দিতে সৃজন-সম্ভাবনার এই আয়োজন।‘কথা কবিতা আবৃত্তি’ শিরোনামে ‘শব্দকল্পদ্রুম’ প্রযোজনা।
........................................................................

সংস্কৃতিজনদের নিয়ে শিল্প সাহিত্য সংস্কৃতির নানা বিষয়ে পর্যায়ক্রমে তুলে ধরার একটি উদ্যোগ- একটি প্রয়াস যা ইউটিউব চ্যানেলে নিয়মিত ভাবে বিভিন্ন এপিসোডে প্রকাশিত হবে। প্রিয় শ্রোতা এবং সুহৃদ, আপনাদের মতামত এ প্রয়াসকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহস যোগাবে-অনুপ্রেরণা দেবে। সুস্থ সুন্দর সংস্কৃতিচর্চায়, ঐতিহ্য ও সংস্কৃতির শেকড় সন্ধানে এবং তার আলোকবর্তিকা চারদিকে ছড়িয়ে দিতে আমাদের সাথেই থাকুন।

নতুন সৃষ্টির সৃজন আনন্দে এবং বিস্তারে নবীন সৃষ্টিশীল বন্ধুরা তোমাদের গান, কবিতা, আবৃত্তি, চিত্রকলা, গল্পবলা, যন্ত্রসংগীত ইত্যাদি নিয়ে এই আয়োজনে-অনুষ্ঠানে অংশ নিতে যোগাযোগ করার অনুরোধ রইল।
………………………………………………….....................................................

Комментарии

Информация по комментариям в разработке